• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক      রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫০০০ টাকা জরিমানা 

আল হেরা বিদ্যা নিকেতন নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা অনগ্রসর জনপদে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ / ৮৪ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা অনগ্রসর যোগ্যাছোলা এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান যোগ্যাছোলা আল হেরা বিদ্যা নিকেতন এন্ড পাবলিক স্কুলে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৮ ফেব্রুয়ারী শনিবার সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. বাখের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইচ এ গ্রুপ অব কোম্পানিরর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. হাফিজ আহমেদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালেক তুহিন ও একরামুল হক পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন সরকার, রাজস্ব কর্মকর্তা (এনবিআর) মো. আলমগীর হোসেন,শিক্ষক উক্রাজাই মারমা, পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম ও অভিভাবক প্রতিনিধি মো. এমদাদুল হক প্রমূখ। এছাড়া নবীণ বরণে অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য ডা. মো. মনির হোসেন মামুন, মাওলানা মুহাম্মদ গফুর ফারুক, মো. বাবুল সরকার, মো. মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হোসেন সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রত্যন্ত জনপদের শিক্ষার্থীরা শিক্ষা, খেলাধুলা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিসহ নানা বিষয়ে পিছিয়ে রয়েছে। ছেলেমেয়েদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অধিকতর সচেতন হতে হবে। কেননা একজন অভিভাবক তার সন্তানকে শিক্ষিত করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। সন্তানের সুরক্ষার প্রথম দায়িত্ব অভিভাবকের। সন্তানের প্রতি যত্নবান হয়ে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে’।
অনুষ্ঠানে শুরুতে বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় নবীন বরণ অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ