• বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গোয়ালন্দে প্রাথমিক শিক্ষকদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলায় কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মানবতার সেবায় এগিয়ে এপেক্স ক্লাব অব বান্দরবান দু:স্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিজিবি’র আর্থিক অনুদান রাজস্থলী স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ নতুন ধান তোলা নিয়ে পাহাড়ে উৎসবের আমেজ পাহাড় জুড়ে সুবাস, কৃষকের মুখে হাসি অজপাড়াগাঁয়ের মেয়ে -খ্যাই উ প্রু মারমা পেলেন জননী  জয়িতা পুরস্কার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চবি শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়ি রিজিয়ন এর আয়োজনে সম্প্রীতির কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা  আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রামগড়ে ছাত্রদলের মানববন্ধন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দীঘিনালা উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের মানববন্ধন মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আমি তোর গরু চুরি করেছি, তুই যা ইচ্ছে তা কর

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ৪১১ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৫ মার্চ, ২০২২

লামা পৌরসভার ৮নং ওয়ার্ড ফকির পাড়ায় নুর জাহান বিবি নামে এক অসহায় বিধবা নারীর গর্ভবতী গাভী গরু চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া গরুটি ফিরিয়ে দিতে অনুরোধ করলে উল্টো বিবাদীরা নুর জাহান বিবিকে গালিগালাজ, হুমকি, ধমকি দিতে থাকে। নিরুপায় হয়ে বিধবা নারী গরুটি উদ্ধারে ৫ মার্চ শনিবার লামা থানায় অভিযোগ দায়ের করেন। গরুর মালিক নুর জাহান বিবি লামা পৌরসভার ফকির পাড়ার মৃত আব্দুর রহমান এর স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারী ২০২২ইং সোমবার রাত ১টায় নুর জাহান বিবি তার গোয়াল ঘরে একটি গর্ভবর্তী গাভী গরু বেধে রাখে। কিছু দিনের মধ্যে গরুটি বাচ্চা দিবে। বিবাদী ইতিপূর্বেও দুইবার আমার উক্ত গরুটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ওয়ার্ড কাউন্সিলর আমার উক্ত গরুটি উদ্ধার করে দেয়। ঘটনার দিন আমার উক্ত গরুটি পূর্বের ন্যায় আবারো চুরি হলে পরের দিন সকালে আবুল কাসেমকে জিজ্ঞাসাবাদ করিলে সে ও তার স্বজন মনু মিয়া, রাবেয়া বেগম, হাছি নুর, কামাল মিয়া আমার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার গায়ের দিকে তেড়ে আসে এবং বলে “যে আমি তোর গরু চুরি করেছি, তুই যা ইচ্ছে তা কর”। বিবাদীগণ সবাই ১নং বিবাদীর আত্মীয় স্বজন।

বিবাদীগণের এহেন কর্মকান্ডের বিষয়ে আবেদনকারী ওয়ার্ড কাউন্সিলকে জানাইলে তিনি বিবাদীগণকে ডাকালে বিবাদীগণ তাহার ডাকে সাড়া দেয়নি। এমতাবস্থায় আমি আবেদনকারী একজন বিধবা, গরিব ও অসহায় বৃদ্ধ মহিলা থানা হাজির হয়ে ন্যায় বিচারের আশায় ও আমার গর্ভবর্তী গরুটি যাতে উদ্ধারে আইনী সহায়তা কামনা করছি।

ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউছুপ আলী বলেন, বিবাদীরা স্থানীয় বিচার না মানায় এবং উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় বাদীকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ