নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনায় ৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করেছে।
সোমবার ২১ ফেব্রুয়ারী সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ারের বিপরীতে ঘুমধুম ইউপির ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় কক্সবাজার মুখী একটি লেগুনা গাড়ীকে থামানোর সংকেত দিলে দ্রুত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্দেহজনক হিসেবে চালক-সহকারীকে আটক করা হয়।গাড়ীর চালক-সহকারীকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করলে গাড়ীর ভিতর অভিনব কায়দায় লুকানো বেশকিছু ইয়াবা পাওয়া যায়।যা,গুণে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মুল্য ২১ লাখ টাকা।এসময় চালক-
সহকারীকে আটক করা হয়।
ধৃতরা হলো,কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরংয়ের হায়দার আলী মিয়াজি পাড়ার মোসলেহ উদ্দিন বাড়ীর বশির আহমদ ও মনোয়ারা বেগম দম্পতির ছেলে মোঃ ওমর ফারুক(২১) ও পেকুয়া উপজেলার পূর্ব কোরালখালীর নাজিমের বাড়ির নুরুল ইসলাম ও মোবারেকা খাতুনের ছেলে মোঃনেজাম উদ্দিন(৩৩)। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহ্নত একটি লেগুনা গাড়ী জব্দ করা হয়।যার মুল্য ৫ লাখ টাকা।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ আলমগীর হোসেন’র সার্বিক দিকনির্দেশনায়, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সোহাগ রানার নেতৃত্বে এসআই আল আমিন সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এমন সত্যতা নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।