একুশে প্রথম প্রহরেই জুরাছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্বরণ করল উপজেলা প্রশাসন। রোববার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্বা জানান। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী আলোচনা সভা চিত্রাংকন,রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশ রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা, অফিসার ইনচার্জ শফিউল আজম। পরে চিত্রাংকন, রচনা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা অাওয়ামিলীগ সভাপতি প্রবর্তক চাকমা। সভায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা (বাচ্চু) সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক সাবেক জেলাপরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক রন্টু চাকমা, যুবলীগ সভাপতি রিকো চাকমা, ছাত্রলীগ ভাঃ সভাপতি মোহর চাকমা প্রমূখ।