ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলার উপ-পরিচালকের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণ।
রোববার সকালে রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে ইফা উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে শিক্ষকদের সাথে দারুল আরকাম প্রকল্প পুনঃঅনুমোদনকল্পে বিশেষ এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আলী আহসান ভুঁইয়া, দারুল আরকাম শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাওলানা বেলাল হোসেন, সহ-সভাপতি মাওলানা সেকেন্দার আলীসহ অন্যান্য সকল উপজেলার দারুল আরকাম মাদ্রাসা শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাওলানা সেকেন্দার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠাতা শেখ হাসিনাসহ দেশ ও জাতির জন্য দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রতিষ্ঠিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রকল্পটি ২০১৯ সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হয়। ফলে গত ২বছর বেতন বিহীন মানবেতর জীবন যাপন করছে জেলার ১৮জন শিক্ষক। প্রকল্পটি পূণরায় চালু হলে সারাদেশে ২হাজার শিক্ষকের স্বচ্ছলতা ও লক্ষাধিক শিক্ষার্থীর উন্নত ভবিষ্যৎ আশা করছেন মাদ্রাসা শিক্ষকরা।