রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ স্কাউটস এর ৩০৭তম কাব ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা স্কাউটস এর পরিচালনায় ও স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রোববার সকালে নানিয়ারচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
এসময় উপজেলা শিক্ষা অফিসার নিমি চাকমা, ইউআরসি ইন্সট্রাকটর সরওয়ার কামাল, বাংলাদেশ স্কাউটস রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক বিজন কুমার দে, এএলটি নির্মল চাকমা ও আবুল বাশার চৌধুরীসহ অর্ধশত শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
রিসোর্স ইন্সট্রাকটর সরওয়ার জানান, উপজেলার প্রতিটা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কাব স্কাউটস দল রয়েছে। কাব কার্যক্রম পরিচালনা ও প্যাক মিটিং এর মাধ্যমে শিক্ষার্থীরা সৎ, চরিত্রবান, পরোপকারী, আত্মনির্ভরশীল ও যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে।