প্রথমবারের মতো ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পার্বত্যঞ্চলে সেরার স্থান দখল করেছেন বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম জানান, এই বছর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হতে বিজ্ঞান বিভাগে ৭১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭ জন পরীক্ষার্থী সহ সর্বমোট ১শত ৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাস করেছেন। অথাৎ শতভাগ পাস করেছে এই প্রতিষ্ঠান হতে। তৎমধ্যে ৪০ জন জিপিএ -৫ অর্জন করেছেন এই প্রতিষ্ঠান হতে। তৎমধ্যে ৩২ জন বিজ্ঞান বিভাগে ও ব্যবসা শিক্ষা বিভাগে ৮ জন জিপিএ-৫ অর্জন করেছেন। যা পার্বত্যঞ্চলে সর্বোচ্চ।
২০১৯ সালের এইচএসসি পরীক্ষা দেবার অনুমোদন পাওয়া কাপ্তাইয়ের এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত ৩ বছর এসএসসি ও জেএসসিতে পার্বত্যঞ্চলে সেরার স্থান দখল করে আসছিলেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকী বলেন, কলেজের এ ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এ কৃতিত্বে আমি সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাচ্ছি। আমরা আগামীতেও এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।
উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম এ ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা স্কুল শাখার মতো কলেজ শাখাতেও তিন পার্বত্য জেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছি। ভবিষ্যতে চট্টগ্রাম বোর্ডেও আমরা নিজেদের একটি স্থান তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।