তেল জাতিয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচরে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাস্তবায়িত প্রকল্প প্রদর্শনীর অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়া এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল।
নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিপু সুলতান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আপ্রু মারমা, হেডম্যান সুবিরু দেওয়ান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তপন কুমার বলেন, কম খরচে নিজের ফশলি জমিতে বারি সরিষা ১৪ উৎপাদনে কৃষক ব্যপক লাভবান হবেন। সরিষা একটি লাভজনক চাষ। কৃষকরা ব্যবহার করে বাড়তি সরিষা বিক্রি করতে পারবেন। পাশাপাশি রানী মৌমাছির বাসা স্থাপন করে মধু উৎপাদন করেও লাভবান হতে পারেন।
অনুষ্ঠানে প্রকল্প প্রদর্শনীর সুবিধাভোগীরা বক্তব্যে বারি সরিষা-১৪ চাষে অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি কৃষি কর্মকর্তাগণ লাভজনক ফসল সরিষা চাষে কারিগরি আলোচনা করেন।
সুবিধাভোগী ৭জন কৃষককে তেল জাতিয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৫০শতক জমিতে দেড় কেজি বিজ, প্রয়োজনীয় সার ও পরিচর্যা খরচ দেওয়া হয়েছে। সরিষা, বোরো ও রোপা আমন ক্রপিং প্যাটার্নে সারা বছর তাদের জমিতে ফসল আবাদ করে সুবিধাভোগী এসব কৃষকরা।