• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু লামায় রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে ৬ দফা দাবি আদায়ের সমর্থনে: কাপ্তাই বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চবির অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তি ও তরুণী ধর্ষণের বিচারের দাবি ৩ মাসেও চালু হয়নি খাগড়াছড়ির রবি টাওয়ার মানিকছড়িতে দুই টেকনিশিয়ান অপহৃত!

তেল জাতিয় ফসল বৃদ্ধি প্রকল্পে নানিয়ারচরে কারিগরি আলোচন

মেহেদী ইমাম, নানিয়ারচর প্রতিনিধিঃ / ৩০২ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

তেল জাতিয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচরে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাস্তবায়িত প্রকল্প প্রদর্শনীর অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়া এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল।

নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিপু সুলতান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আপ্রু মারমা, হেডম্যান সুবিরু দেওয়ান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তপন কুমার বলেন, কম খরচে নিজের ফশলি জমিতে বারি সরিষা ১৪ উৎপাদনে কৃষক ব্যপক লাভবান হবেন। সরিষা একটি লাভজনক চাষ। কৃষকরা ব্যবহার করে বাড়তি সরিষা বিক্রি করতে পারবেন। পাশাপাশি রানী মৌমাছির বাসা স্থাপন করে মধু উৎপাদন করেও লাভবান হতে পারেন।

অনুষ্ঠানে প্রকল্প প্রদর্শনীর সুবিধাভোগীরা বক্তব্যে বারি সরিষা-১৪ চাষে অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি কৃষি কর্মকর্তাগণ লাভজনক ফসল সরিষা চাষে কারিগরি আলোচনা করেন।

সুবিধাভোগী ৭জন কৃষককে তেল জাতিয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৫০শতক জমিতে দেড় কেজি বিজ, প্রয়োজনীয় সার ও পরিচর্যা খরচ দেওয়া হয়েছে। সরিষা, বোরো ও রোপা আমন ক্রপিং প্যাটার্নে সারা বছর তাদের জমিতে ফসল আবাদ করে সুবিধাভোগী এসব কৃষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ