নজির বিহীন শান্তিপূর্ণ পরিবেশে সপ্তম ধাপের মহেশখালী উপজেলার ৯নং ছোট মহেশখালী ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ৩ গুণ বেশি ভোটে স্বতন্ত্রপ্রার্থী রিয়ানুল ইসলাম মঈন নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৩৪৯ ভোট। সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহেশখালী উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে ৬জন- আওয়ামীলীগের প্রার্থী এনামুল করিম, মোঃ জিহাদ বিন আলী, রিয়ানুল ইসলাম মঈন, আব্দুচ সামাদ, সিরাজুল মোস্তফা। সাধারণ সদস্য পদে ৪১, সংরক্ষিত মহিলা পদে ১১ জন প্রার্থী প্রতিদন্ধীতা করে। ১৭৫৬৭ ভোটের মধ্যে ১৩০৭৬ ভোট কাস্ট হয়ে বাতিল ভোটের সংখ্যা ২৬৪। তৎমধ্যে রিয়ানুল ইসলাম মঈন স্বতন্ত্রপ্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৯৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্ধী সিরাজুল মোস্তফা বাঁশি ঘোড়া প্রতিক নিয়ে ৩৩৪৯ ভোট পায়। আওয়ামীলীগেন বিদ্রোহীপ্রার্থী আনারস প্রতিক পায় ৩১৪৮ ভোট, বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয় পেয়ে নৌকা প্রতীক পায় ১১৬৮ ভোট। বর্তমান চেয়ারম্যান জিহাদ বিন আলী পায় চশমা প্রতীক ১১৬৫, সিরাজুল মোস্তফা বাশি অটোরিক্সা প্রতীক পায় ৪১ ভোট।
কেন্দ্রভিক্তিক প্রাপ্ত ভোটের ফলাফল নিন্মে দেওয়া হলঃ
১নং ওয়ার্ডের ভোট কেন্দ্র সিপাহীর পাড়া হোসাইনিয়া ফোরকানিয়া মাদরাসা ভোট কেন্দ্রে-এনামুল করিম নৌকা ৯৫, মোঃ জিহাদ বিন আলী চশমা০৭,
রিয়ানুল ইসলাম মঈন (মোটর সাইকেল ৭২), আব্দুচ সামাদ (আনারস) ৮২২.সিরাজুল মোস্তফা বাঁশি ঘোড়া-৩১৩-সিরাজুল মোস্তফা সিকদার অটোরিক্সা,২নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে সিপাহীর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়-এনামুল করিম নৌকা ৮২,মোঃ জিহাদ বিন আলী চশমা,০৩,রিয়ানুল ইসলাম মোটর সাইকেল,১০০,আব্দুচ সামাদ (আনারস)১০৭০, সিরাজুল মোস্তফা বাঁশি ঘোড়া২১৯, সিরাজুল মোস্তফা সিকদার অটো রিক্সা ০২। ৩নং ওয়ার্ড ভোট কেন্দ্র ইউচুপ নুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে-এনামুল করিম নৌকা ৫৪,মোঃ জিহাদ বিন আলী চশমা০৬, রিয়ানুল ইসলাম মোটর সাইকেল ৬৪,আব্দুচ সামাদ (আনারস)২৪৬,সিরাজুল মোস্তফা বাশি ঘোড়া ৯৫৮,সিরাজুল মোস্তফা সিকদার অটো রিক্সা ৫ভোট।
৪নং ওয়ার্ড ভোট কেন্দ্র ছোট মহেশখালী উত্তরকুল আজিজুল উলুম ফোরকানিয়া মাদরাসা ভোট কেন্দ্রে- এনামুল করিম নৌকা ৯৯,মোঃ জিহাদ বিন আলী চশমা ৪৪০রিয়ানুল ইসলাম মোটর সাইকেল ৮৮৩, আব্দুচ সামাদ (আনারস) ৪৯১সিরাজুল মোস্তফা বাশি ঘোড়া ৫৪ সিরাজুল মোস্তফা সিকদার অটোরিক্সা০। ৫নং ওয়ার্ড ভোট কেন্দ্র ছোট মহেশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে -এনামুল করিম নৌকা,৩১৭,
মোঃ জিহাদ বিন আলী চশমা ১২৬, রিয়ানুল ইসলাম মোটর সাইকেল ১০৭৭, আব্দুচ সামাদ (আনারস) ১৩৩
সিরাজুল মোস্তফা বাশি ঘোড়া-১৪২
সিরাজুল মোস্তফা অটোরিকসা ০। ৬নং ওয়ার্ড ভোট কেন্দ্র ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্রে (১)-এনামুল করিম নৌকা ৪৪, মোঃ জিহাদ বিন আলী চশমা ৫২, রিয়ানুল ইসলাম মোটর সাইকেল ৫৬৬
আব্দুচ সামাদ (আনারস) ৫০, সিরাজুল মোস্তফা বাঁশি ঘোড়া ৬৫,সিরাজুল মোস্তফা অটোরিকসা ০। ৬নং ওয়ার্ড ভোট কেন্দ্র মুদিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে (২)-এনামুল করিম নৌকা ৮৩,
মোঃ জিহাদ বিন আলী (চশমা) ৬৫, রিয়ানুল ইসলাম (মোটর সাইকেল ৪০২,আব্দুচ সামাদ (আনারস)১৯১
সিরাজুল মোস্তফা বাশি ঘোড়া ৪৯৯, সিরাজুল মোস্তফা সিকদার অটোরিক্সা ৩। ৭নং ওয়ার্ড ভোট কেন্দ্র ছোট মহেশখালী বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে -এনামুল করিম নৌকা,৪৪ মোঃ জিহাদ বিন আলী চশমা ৫২
রিয়ানুল ইসলাম মোটর সাইকেল ৫৬৬ আব্দুচ সামাদ (আনারস)৫০ সিরাজুল মোস্তফা বাশি ঘোড়া ৬৫
সিরাজুল মোস্তফা সিকদার অটোরিক্সা০। ৮নং ওয়ার্ড ভোট কেন্দ্র আদিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এনামুল করিম নৌকা ১২৩, মোঃ জিহাদ বিন আলী চশমা ৬১,রিয়ানুল ইসলাম মোটর সাইকেল ৮০,আব্দুচ সামাদ (আনারস)২১৭, সিরাজুল মোস্তফা বাশি (ঘোড়া ৩৪৬) ভোট,সিরাজুল মোস্তফা (সিকদার অটো রিকসা ১। ৯নং ওয়ার্ড ভোট কেন্দ্র সারদা বিদ্যাপীঠ ভোট কেন্দ্রে-এনামুল করিম নৌকা ১৪২ মোঃ জিহাদ বিন আলী চশমা ২৯৩ রিয়ানুল ইসলাম মোটর সাইকেল ৬২৬ আব্দুচ সামাদ (আনারস) ২২৭
সিরাজুল মোস্তফা বাশি ঘোড়া ১১০ সিরাজুল মোস্তফা সিকদার অটো রিক্সা০।
সাধারণ মেম্বার পদে ১নং ওয়ার্ড ফরিদুল আলম (মোরগ ৬৬০)ভোট পেয়ে বিজয়ী, তার নিকটতম প্রতিদন্ধী জসিম ফুট বল ৬২৪ভোট, ওয়ার্ড-২,
মোকতুল হোসেন বৈদ্যুতিক পাখা ৬৭৪ বিজয়ী, তার নিকটতম প্রতিদন্ধী ফরিদুল আলম মোরগ ৪১২
ওয়ার্ড-৩,এস এম,মফিজুল হক, ফুটবল ৮১২ মোঃএকরাম মোরগ ৪৯৬, ওয়ার্ড-৪, রাহামত আলম বৈদ্যুতিক পাখা ৩৮১,বিজয়ী, রেজাউল করিম ৩৮০ ওয়ার্ড-৫,মোঃ আমিরু- জ্জামান আপেল ৪৭৮ছৈয়দ করিম -মোরগ,৬৩৫ বিজয়ী। ওয়ার্ড-৬-আবুল হোসাইন ফুটবল ৪৩৫ বিজয়ী।তার নিকটতম নুরুল কবির বাশি বৈদ্যুতিক পাখা ৩৯০ ভোট।ওয়ার্ড-৭,মোঃ সেলিম টিউবওয়েল ৩৯৪ বিজয়ী। দিলদার বেগম ২৫৫ মোরগ। ওয়ার্ড-৮, আদিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় ,নুরুল আলম, ৪০০ কবির হোসেন ২৯৫, ওয়ার্ড-৯ নং সুজন কান্তি দে ফুটবল ৭৩৩ ভোট বিজয়ী। পলাশ দে তালা ৪৮২।
সংরক্ষিত ওয়ার্ড-১,২,৩ কেন্দ্রে-(৩টি কেন্দ্রে মাইক প্রতিক সংরক্ষিত মোছাঃ লুৎফুন্নেছা ২৩০৬ভোট পেয়ে বিজয়ী।তার নিকটতম প্রতিদন্ধী মর্জিনা আকতার (সূর্যমূখি)১৫৩৫ভোট। (৪,৫,৬)নং ওয়ার্ডে কেন্দ্র (০১)
বুলবুল আকতার বক প্রতিক ২০০৮ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম লালজরি বেগম সূর্যমূখি ফুল ১২৮০ভোট। (৭,৮,৯) ওয়ার্ডে নুরুজ জাহান বেগম বই প্রতিক ৯৩৮ভোট পেয়ে বিজয়ী। নার্গিস আকতার বক প্রতিক ৭৫৫ ভোট সিরাজুর মোস্তফা বাঁশি ঘোড়া প্রতীক এর সাথে হাড্ডহাড্ডি লড়াইয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মোটর সাইকেল প্রতীকের রিয়ানুল ইসলাম মঈন বেসরকারী ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য-মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার ও ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ এর রিটার্নিং অফিসার বিমলেন্দু কিশোর পাল।