গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ ফেব্রয়ারী) দুপুরে চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে সরস্বসী পূজা আযোজন করা হয়। হিন্দু ধর্ম মতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের হিন্দু ধর্ম শিক্ষক নরেশ চন্দ্র সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক দিপালী রানী প্রমুখ।