গুইমারা সংবাদদাতা : খাগড়াছড়ি জেলা গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ সিন্দুকছড়ি ইউনিয়ন শাখা’র আহবায়ক অমল বিকাশ ত্রিপুরা ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসে উদ্ভুত সঙ্কট মোকাবেলায় হত দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষৎতে সহযোগিতা অব্যাহত রাখছেন।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট ) বিকালে সিন্দুকছড়ি কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে জহরলতা ত্রিপুরা সভাপতিত্বে বতেন ত্রিপুরা সঞ্চালনায় সিন্দুকছড়ি সন্ধ্যাকালীন স্কুল সেন্টারে ৩৪ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রতিজনে ৪ দিস্তা খাতা ও ২টি করে কলম বিতরণ করা হয়।
এ-সময় বাংলাদেশ ছাত্রলীগ গুইমারা উপজেলা শাখার সুযোগ্য সভাপতি আনন্দ সোম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশব্যাপী করোনা মোকাবেলায় অবিস্মরণীয় ভুমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় সিন্দুকছড়ি এলাকায় অমল বিকাশ ত্রিপুরা সহযোগিতায় কিছু মানুষের পাশে দাড়াঁতে চেষ্টা করেছি এবং বাংলাদেশ ছাত্রলীগ গুইমারা উপজেলা শাখার পক্ষ থেকে কিছু সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত আছেন,বাংলাদেশ আওয়ামীলীগ গুইমারা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ধনদাস ত্রিপুরা বাংলাদেশ ছাত্রলীগ গুইমারা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মিরাজ,বাংলাদেশ আওয়ামীলীগ সিন্দুকছড়ি ইউনিয়ন শাখার যুগ্ন সম্পাদক নন্দ লাল ত্রিপুরা,বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগ্রামী সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার ত্রিপুরা,বাংলাদেশ ছাত্রলীগ সিন্দুকছড়ি ইউনিয়ন শাখার সদস্য সচিব মো ইউসূফ আলীসহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।