জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ ( জ্যোগীশিস ) এর উদ্যোগে জ্যোগীশিস রাঙ্গুনিয়া কমিটির পরিচালনাধীন চন্দ্রঘোনা মিশন এলাকায় দক্ষিনেশ্বর সিদ্ধেশ্বরী সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে জ্যোতিশ্বর গীতা শিক্ষা কেন্দ্রের পুনঃ চালু করা হয়।
শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গনে এই গীতা স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে আর্শীবাদক হিসাবে উপস্থিত ছিলেন জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংগালহালিয়া ওকাঁরেশ্বর মিশন ও মঠের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিদেহানন্দ মহারাজ।
কালি মন্দিরে সভাপতি সুধীর ধরের সভাপতিত্বে এইসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুবর্ণ ভট্টাচার্য।
কালি মন্দির এর সাধারণ সম্পাদক মাস্টার জগদীশ দাশ এর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হারুন, জ্যোগীশিস সভাপতি অমলেন্দু ধর, সম্পাদক দুলাল দাশ, কয়লা ডিপু হরি মন্দিরের সহ সভাপতি স্বপন সেন।