করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের মাত্রা বেড়ে যাওয়ায় সড়ক প্রচারণায় নেমেছে জেলা তথ্য অফিস। মাইকিং প্রচারণার মাধ্যমে স্থানীয়দের সতর্কতা বাড়াতে কাজ করছে তারা। স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান ও সরকারী নির্দেশনা মানতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে এই প্রচারণা চালাচ্ছে বলেও জানিয়েছে তথ্য বিভাগ।
মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) বিকালে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি, বগাছড়ি, ইসলামপুর, নানিয়ারচর বাজার, উপজেলা এলাকা ও টিএন্ডটি এলাকায় মাইকিং এর মাধ্যমে সড়ক প্রচারণা চালায় জেলা তথ্য অফিস।
এসময় জেলা তথ্য অফিসের সাইন অপারেটর নজরুল ইসলাম, উচ্চমান সহকারী সাইফুল ইসলাম ও এপিএই আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
সড়ক প্রচারে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা, জনসমাগম এড়িয়ে চলা, সামাজিক ও ধর্মীয় জনসভায় ১০০জনের অধিক উপস্থিত না হওয়াসহ সরকারী নির্দেশনাসমূহ প্রচার করা হয়।