ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ডের উত্তর পার্শ্বে হেমলেট পাটোয়ারী সুপার মার্কেট’র দ্বিতীয় তলায় উদ্ভোধন হলো এই সর্ব প্রথম ‘জেনারেল ডায়াগনস্টিক এন্ড ডক্টরস্ চেম্বার’। বৃহস্পতিবার (২৭জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় দক্ষিণ আইচা জেনারেল ডায়াগনস্টিক এন্ড ডক্টরস্ চেম্বারের উদ্বোধন উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ভোলা জেলা পরিষদের সদস্য ও চরমানিকা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে উক্ত দোয়া মোনাজাত ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাসন প্রেস ক্লাবের সভাপতি ও চর-কুকরী মুকরি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি)সাখাওয়াত হোসেন, ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার শহিদুল ইসলাম। এছাড়া আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দক্ষিণ আইচা জেনারেল ডায়াগনস্টিক এন্ড ডক্টরস্ চেম্বার’র পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, এ এলাকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে জেনারেল ডায়াগনস্টিক এন্ড ডক্টর চেম্বার’কে গড়ে তোলা হবে। সত্যিকারের স্বাস্থ্য সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠান টি চালু করা হয়েছে। এখানে চিকিৎসকের তত্ত্বাবধানে দিন রাত ২৪ ঘণ্টা সেবা দেওয়া হবে। এবং এই ডায়াগনস্টিক আমাদের নয় এটা আপনাদের, আপনারা নিজের মতো করে দেখবেন সবসময়। তিনি আরও বলেন,জেনারেল ডায়াগনস্টিক এন্ড ডক্টরস্ চেম্বারটি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক ডিজিটাল ল্যাব’র মাধ্যমে রোগ নির্ণয় করা হবে। ডায়াগনস্টিকটি বেশ পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশের মাধ্যমে সাজানো হয়েছে। এবং চিকিৎসকদের জন্য আলাদা কক্ষ রয়েছে। দক্ষিণ আইচায় এমন একটি ডায়াগনস্টিক এন্ড ডক্টরস্ চেম্বার হওয়ায় অনেক উপকার হবে এখানকার মানুষের। বিশেষ করে চিকিৎসাসহ জরুরি সেবাগুলো পাবে সাধারণ মানুষরা। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মো.জাবের।