• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে- ব্যারিস্টার মীর মো: হেলাল উদ্দিন স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত  জেএএফএস’র সহযোগিতায় মাইসছড়িতে ত্রাণ পেলো এক হাজার পরিবার রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২ কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাজেক উন্নয়ন ফোরাম কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানিয়ারচরে নৌকার মাঝি ২নেতা

নানিয়ারচর প্রতিনিধি: / ২৬৯ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সরব হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ইতোমধ্যে দলীয় সামর্থন নিয়ে মনোনয়ন ফরম জমা করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ভূপতি রঞ্জন চাকমার নিকট মনোনয়নপত্র দাখিল করেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এবং বিশিষ্ট আইনজীবী দর্শন চাকমা ঝন্টু।

এসময় উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক শামশুল আলম ও ছাত্রলীগ, যুবলীগসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং ৫শতাধিক সমার্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনী বিষয়ে জানতে চাইলে আব্দুল ওহাব বলেন, শান্তি, সম্পৃতি, উন্নতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে গণমুখী করতে সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়াও তিনি দলীয় মনোনয়ন পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, দিপংকর তালুকদার এমপিসহ দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবিষয়ে দর্শন চাকমা বলেন, নৌকা প্রতিকে আমাকে মনোনয়ন দেওয়াই বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা ও উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও জনবান্ধবমূলক কাজ করতে নানিয়ারচর উপজেলার ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদে “চেয়ারম্যান” পদে সর্ব সাধারণের সামর্থন প্রত্যাশা করেন।

সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি র‍্যালী বের হয়ে নানিয়ারচর বাজার ও থানা প্রদক্ষিণ করে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এর আগে গত মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে দলীয় মনোনয়নের চূড়ান্ত তথ্য জানানো হয়। এতে বুড়িঘাট ইউনিয়ন থেকে আব্দুল ওহাব হাওলাদার ও নানিয়ারচর সদর ইউনিয়ন থেকে দর্শন চাকমাকে মনোনীত করা হয়।

উল্লেখ্য, নানিয়ারচর উপজেলার ৪টি ইউনিয়নে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৯শে নভেম্বর যাচাই বাছাই এর ফলাফন প্রকাশ, ৬ই ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ৭ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৬শে ডিসেম্বর ভোট গ্রহনের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ