রাঙামাটি নানিয়ারচর উপজেলার পশ্চিম হাতিমারায় সাত দিনব্যাপী গরু-ছাগল পালন বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২৩নভেম্বর) সকালে প্রজন্ম ইয়ূথ ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কমর্শালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা।
প্রশিক্ষণ কর্মশালায় প্রজন্ম ইয়ূথ ক্লাবের সভাপতি টিসু চাকমার সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা এস,এ,এম নুরুল আচছার, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অ্যাডভোকেট মামুন ভূঁইয়াসহ।এসময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রজন্ম ইয়ূথ ক্লাবের প্রতিষ্ঠাতা একুমনি চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রজন্ম ইয়ূথ ক্লাবের সাবেক সভাপতি রতন চাকমা। প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি সুপায়ন চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষনার্থী প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীপংকর তালুকদারের মাধ্যেমে পাহাড়ে সবক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। জনগণের চাহিদা পূরণ করে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে যাচ্ছে। তবে শুধু সরকার দিলেই হবে না। নির্বাচনের সময়ে জনগনের উচিত সরকারি দল আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী চেয়েছেন দেশে কেউ যেন গৃহহীন হয়ে না থাকে। সেই স্বপ্ন বাস্তবায়নে এখনো পর্যন্ত সেই প্রকল্পের কাজ চলমান রয়েছে।
তিনি প্রজন্ম ইয়ূথ ক্লাবের কমিনিউটি কাম ক্লাব নির্মাণে আশ্বাস দিয়ে বলেন, সামনে বছরে অনেক প্রকল্প সাবমিট করা হবে। সেসব প্রকল্পের মধ্যে প্রজন্ম ইয়ূথ ক্লাবের কমিনিউটি কাম ক্লাব নিমার্ণের জন্য চেষ্টা করা হবে।