টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড মোটরসাইকেল গ্রাহকদের জন্য উদ্বোধন করেছে দেশের বৃহত্তম বাইক উৎসব ‘টিভিএস আনন্দমেলা’। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়িতে এমদাদ মটরস এর আয়োজনে “টিভিএস আনন্দমেলা”র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে মানিকছড়ি বাজারে অবস্থিত জেনারেল রেস্টুরেন্টের সামনে ফিতা কেটে এই আনন্দ মেলার উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন।
এমদাদ মটরস এর স্বত্ত্বাধিকারী মো. এমদাদ আলীর সভাপতিত্বে ও সাংবাদিক রবিউল হোসেন এর সঞ্চালনায় আনন্দ মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদ মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, ইউসিসি চেয়ারম্যান মো. আকতার হোসেন ও ইউপি সদস্য মো. কামাল হোসেন প্রমূখ।
আনন্দ মেলায় টিভিএস গ্রাহকদের জন্য ফ্রি সার্ভিসের পাশাপাশি থাকছে আরও ফ্রি সার্ভিসের কুপন, সেলস কুপন, স্পেয়ার পার্টসে ছাড়, রেফারেল বোনাস, ক্যাশব্যাক, বিশেষ মূল্যে টিভিএস বাইক, বাইক এক্সচেঞ্জের সুবিধা, বাইক লোনের সুবিধা, ফ্রি গিফটসহ আরো অনেক কিছু।
মেলার আয়োজক ও এমদাদ মটরস এর স্বত্ত্বাধিকারী মো. এমদাদ আলী বলেন, ‘টিভিএস সবসময় আমাদের গ্রাহকদের আকাক্ষা পূরণে সর্বোত্তম সার্ভিস প্রদানের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে থাকে। টিভিএস আনন্দমেলা আমাদের এমন একটি আয়োজন যা মোটরসাইকেলের সার্ভিসকে কাস্টমারের দোরগোড়ায় পৌঁছে দিয়ে টিভিএসকে এর কাস্টমারের কাছে আরো নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন টিভিএস-এর সেলস এক্সিকিউটিভ এসএম রফিকুল ইসলাম, সার্ভিসেস সিনিয়র এক্সিকিউটিভ কামরুল ইসলাম প্রমূখ।