মমহেশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে হর্টিকালচার সেন্টার রামু কক্সবাজার এর আয়োজনে ২২ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা হল রুমে ২দিন ব্যপী কৃষক-কৃষাণীদের অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় মুজিবর্ষের অঙ্গিকার কৃষি হবে দূর্বার এই সোল্গানকে সামনে রেখে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সমাপনী দিনে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুমিনুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণে বিস্তারিত উপস্থাপন করেন
হর্টিকালচার সেন্টার রামু কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ রাশেদ হাসনাত, হর্টিকালচার সেন্টার রামু কক্সবাজার উপ সহকারী উদ্যান কর্মকর্তা জসিম উদ্দিন’সহ এসময় আরো ছিলেন… মহেশখালী উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশহাদ উল্লাহ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুমিনুল ইসলাম বসত বাড়ীর আঙ্গীনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে কৃষক-কৃষাণীদেরকে বছরব্যাপী উদপাদন বৃদ্ধির কৌশল দিকদর্শনা মূলক আলোচনা করেন..
প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক কৃষানীকে বছরব্যাপী ফল উদপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের ফল গাছ ব্যবস্থাপনায় মাধ্যমে উদপাদন বৃদ্ধির কৌশল ও পারিবারিক পুষ্টি উদপাদনে চাষের উপর প্রশিক্ষণ দেয়া হয়।