শান্তি সম্প্রীতি উন্নয়ন এই মূল মন্ত্রকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ রবিবার জুরাছড়ি জোনের উদ্যোগে ২৪০ জন দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে বনযোগীছড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৫০ জন বিভিন্ন বয়সের রোগীকে সেনাবাহিনী কর্তৃক সেবা প্রদান করা হয়।
বিভিন্ন বয়সের অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল অাখতারুজ্জামান ফয়সাল পিএসসি, জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রাকিবুল হাসান পিএসসি সহ সেনাবাহিনীর কর্মকর্তাগণ। এছাড়াও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজে যোগদান করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ গন্যমাণ্য ব্যক্তিবর্গ।