• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন রাইখালী ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান সাজেক ভূয়াছড়িতে সেনাবাহিনীর ক্রীড়া উদ্যোগে জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গুইমারার সিন্দুকছড়ি জোন উদ্যাগে মানবতা ও সমাজ কল্যাণে সহায়তা প্রদান ধানের শীষ প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পথসভা সফল করতে গুইমারায় বিশাল স্বাগত মিছিল

স্ত্রীর সংবাদ সম্মেলন পটিয়ায় মাদকসেবীর স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: / ২৮৮ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

পটিয়া পৌর সদরের ৫নং ওয়ার্ড হাবিবুর পাড়া এলাকার সরোয়ার নামের এক মাদকসেবী স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে। এ সংক্রান্তে তার স্ত্রী শেলী আকতার আজ সকালে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেলী আকতার জানায়, শেলী আকতারের সাথে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সরোয়ারের মধ্যে ২০০২ সালে বিয়ে হয়। তাদের দুই মেয়ে এক ছেলে রয়েছে। বড় মেয়ে এবার এস,এস,সি পরীক্ষা দিচ্ছে। শেলীর বিয়ের পর তার চাচা শেলীর নিকট এক শতক জায়গা বিক্রয় করে। ফলে হাবিবুর পাড়া এলাকার তাদের প্রতিবেশী কতিপয় লোকজন শেলীর উপর ক্ষেপে যায়। শেলীর স্বামী সন্তানদের বাড়ি ভিটি থেকে উচ্ছেদের হুমকি দেয়। এর মধ্যে স্বামী সরোয়ারের ব্যবসা প্রতিষ্ঠান “শাহ আমানত প্রেস” বন্ধ হয়ে যাওয়ায় স্বামী বেকার হয়ে পড়ে। এলাকার কিছু মাদক সেবীদের সাথে মিশে সরোয়ার মাদকাসক্ত হয়ে যায়। এতে শেলীর প্রতিপক্ষ আমিনসহ কতিপয় লোক এ সুযোগ গ্রহণ করে । শেলীর প্রতিপক্ষরা স্থানীয় মাওলানা ওয়াহিদুল্লাকে নিয়ে মাদক বিরোধী কমিটি গঠন করার পর গত ৮ সেপ্টেম্বর সরোয়ারকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে। এছাড়া ১১ সেপ্টেম্বর হাবিবুর পাড়া এলাকায় মাওলানা ওয়াহিদুল্লার সভাপত্বিতে একটি মাদকবিরোধী সমাবেশ করা হয়। উক্ত সমাবেশে শেলীকে ডেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দেয়। এমনকি সরোয়ারকে ৩/৪টি মামলা দিয়ে ১০/২০ বছর জেলে থাকার ব্যবস্থা নিতে পুলিশকে উদ্বুদ্ধ করে। গত ১০ নভেম্বর সরোয়ার জামিনে আসার পর ওয়াহিদুল্লার নেতৃত্বে এলাকার লোকজন পুনরায় সরোয়ারকে গ্রেপ্তার করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। শেলী জানান আমার স্বামী মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রতিজ্ঞা করেছে। অল্পদিনের মধ্যে সে বিদেশ চলে যাবে। এর মধ্যে তাকে এলাকার লোকজনসহ পুলিশ হয়রানি করলে সে ভালো হওয়া কিংবা বিদেশ যেতে পারবে না। ফলে তাদের পুরো পরিবারে অন্ধকার নেমে আসবে। এ ধরনের কোনো পরিস্থিতি হলে স্বপরিবারে আতœহত্যা করবে বলে শেলী সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। মাদক সেবী সরোয়ারকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সমাজের লোকজনসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। সংবাদ সম্মেলনে শেলীর স্বামী সন্তানেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ