• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলো বান্দরবান সেনা জোন আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন গোয়ালন্দে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ফেলা হচ্ছে লামায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী দেশ সংস্কারে নির্বাচন দিয়ে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বাঘাইছড়িতে শান্তি সম্প্রীতির লক্ষে স্থানীয় সুশীল সমাজের মত বিনিময় সভা চোর পেটানোর ঘটনায় পাল্টা হামলা, হিন্দু মুসলিম আহত ১০  নেত্রকোনায় মণ্ডপে মণ্ডপে নারী ভক্তদের সিঁদুর খেলা অনুষ্ঠিত বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে দেবীকে বিদায় জানালেন সনাতন ধর্মাবলম্বীরা  উন্নয়ন কর্মকান্ড ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী বিএনপি   রাজস্থলীতে ৪ টি পূজা মন্ডবে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৪১ লিটার চোলাই মদ সহ দুই জন আটক

মানুষের সেবা ও সহায়তায় এগিয়ে আসার চেয়ে বড় আর কোনো কাজ হতে পারে না: বীর বাহাদুর উশৈসিং এমপি

বান্দরবান জেলা প্রতিনিধি: / ৩৯৯ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

বান্দরবানে রোটারী ক্লাবের উদ্যোগে এতিমখানা, অনাথ আশ্রম ও সুবিধা বঞ্চিতদের মাঝে বিশুদ্ধ পানির ফিল্টার, ভ্যানগাড়ী ও গাভী বিতরণ করা হয়েছে। ১৯ নভেম্বর (শুক্রবার) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী’র বান্দরবান বাসভবনে রোটারী ক্লাব বান্দরবানের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই সকল সামগ্রী বিতরণ করেন।

বান্দরবান রোটারী ক্লাবের প্রেসিডেন্ট মহিউদ্দিন এর সভাপতিত্বে , এসময রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রটারী অমল কান্তি দাশ, রোটারী ক্লাবের সেক্রেটারী তরুন কান্তি দাশ, সিনিয়র রোটারীয়ান মো.মাহবুবুর রহমান, রাটারিয়ান আনিসুর রহমান সুজন, রোটারিয়ান ফারুক আহমদ চৌধুরী, শফিকুল আলম বাবুল, জসিম উদ্দিন, মজিবুর রহমান, মো. জুয়েল, খোরশেদ আলম, সুজন চৌধুরী সঞ্জয় সহ রোটারী ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এতিমখানা,অনাথ আশ্রম এর শিশুরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রোটারী ক্লাবের উদ্যাগে বিভিন্ন এতিমখানা,অনাথ আশ্রমের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি খাওয়ার জন্য ৭টি পানি বিশুদ্ধকরণ ফিল্টার এবং সুবিধা বঞ্চিত ৪ পরিবারের মাঝে ২টি ভ্যানগাড়ী এবং ২টি গাভীর বাছুর বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মানুষের সেবা ও সহায়তায় এগিয়ে আসার চেয়ে বড় আর কোনো কাজ হতে পারে না। যাঁরা মানুষের কল্যাণে, মানবতার উন্নয়ন ও সেবায় কাজ করে তাঁরা মহান মানুষ। রোটারী ক্লাব কেবল একটি সাধারণ বিনোদনের ক্লাব/সংগঠন নয়। এটি বিশ্বব্যাপী মানবতার সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, ২০০২সালে রোটারি ক্লাব বান্দরবান প্রতিষ্টার পর থেকে বান্দরবানের বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে, বিশেষ করে দুর্গম পাহাড়ের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিনামুল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করার পাশাপাশি ক্রীড়া সামগ্রী বিতরণ করা এবং অনাথ এতিম শিশুদের খাদ্য সামগ্রী বিতরণসহ সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে রয়েছে এই সামাজিক সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ