• শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাহাড়ের সকল হত্যাকান্ডের বিচারের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন শিক্ষার জন্য চাই আনন্দময় পরিবেশ বললেন শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মোসাম্মৎ কামরুন নাহার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে সংবর্ধনা ও ক্যাপিং সেরিমনি চট্টগ্রামের বিশেষজ্ঞ হোমিওপ্যাথ এর সাফল্যঃ আন্তর্জাতিক জার্নালে কেইস রিপোর্ট প্রকাশ খাগড়াছড়িতে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি কাজ মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসন বাঘাইছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা গুরুতর অসুস্থ প্রবীণ সাংবাদিক বাবর লংগদুতে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামী,র, কর্মী সমাবেশ নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদ সম্মেলন পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ মানিকছড়ি শাখার ত্রি-বার্ষিক সম্মেলন- সভাপতি দেওয়ানজী, সম্পাদক সঞ্জয় মা‌টিরাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি দূর্গম পাহাড়ে জুম চাষ জুমচাষিদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন 

মহেশখালীতে নবান্নের উৎসবে ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে গ্রাম বাংলার কৃষক

হ্যাপী করিম (মহেশখালী) কক্সবাজার: / ৬৭৬ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

মহেশখালীর দিগন্ত জুড়ে ফসলের মাঠ এখন কাচা হলুদ সোনালী বর্ণে ঝলমল করছে। বিস্তৃর্ন ফসলের মাঠে দোল খাচ্ছে সোনালী বর্ণের পাকা ধান। নবান্নে শুরু হয়েছে ধান কাটার মহা উৎসব। আর তাই কৃষকের ঘরে ঘরে চলছে নবান্ন উৎসবের আমেজ। মাঠের সোনালি ধান এখন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় নির্বিঘ্নে ধান কাটা-মাড়াই ও শুকানোর কাজ করতে পারছেন কৃষান-কৃষানিরা। তাই ঘরে ঘরে শুরু হয়েছে নবান্নের পিঠা-পুলির উৎসব। এ বছর আমন চাষে উৎসাহিত করতে ৪৫০ জন কৃষককে প্রণোদনা হিসেবে সার ও বীজ প্রদান করেছে উপজেলা কৃষি অফিস।
মহেশখালী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভায় ১৫ হাজার২৬৫ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। তারমধ্যে পৌরসভা, ছোট মহেশখালী, বড় মহেশখালী, কুতুবজোম, কালারমারছড়া হোয়ানক, শাপলাপুর, মাতারবাড়ী, ধলঘাটা ইউনিয়নে আমনের চাষ ভালো হয়েছে। আমনে হাইবিড এরাইজ – ৭০০৬, ধানী গোল্ড- এসিআই, বিআর ১০, ১১, ২২, ২৩, উফশী জাত ৫১, ৫২, ৬২, ৭১, ৭২, ৭৫, ৭৬, ৭৮, বিনাধান ১১, ১৬, ১৭, ২০, ২২, ২৩, রাই চিকন, সাহেব চিকন, লাল মতি, বিন্নি, কালো জিরা, ও কুমড়া বৈলাম ধানের চাষ করা হয়েছে। ধানের ফলনও বেশ ভালো। ইতোমধ্যে বিভিন্ন গ্রামে ধান কাটা শুরু হয়েছে। নতুন জাতের উফশীজাত ও হাইব্রিডে কৃষকে মুখে হাসি ফুটেছে। এ বছর উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৭০ মে. টন। কামিতারপাড়া গ্রামের কৃষক হেলাল জানান, নবান্ন উৎসবের আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। নতুন ধানের পায়েশ, পিঠা, পুলি ছাড়াও তৈরি করবেন হরেক রকমের মজাদার খাবার। নবান্ন উৎসবে প্রতিবেশী আত্মীয় স্বজন বাড়িতে আগমন ঘটবে। একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া।

একই গ্রামের কৃষক শামশুল মিয়া জানান, করোনা মহামারির মধ্যেও এবার ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের বাম্পার ফলনে তিনি বেজায় খুশি। কয়েক দিন পরেই নতুন ধান থেকে মজার মজার খাবার তৈরি করা হবে। নবান্ন উৎসবকে ঘিরে তিনি স্বজনদের দাওয়াত দেবেন। আটুলিয়ায় নবান্ন উৎসবে ছেলে মেয়েরা সারারাত আনন্দ উল্লাস করে। রয়েছে সেই আনন্দের অসংখ্য উদযাপনী স্মৃতি। তবে আগের মতো উচ্ছাস এখন দেখা মেলে না। আস্তে আস্তে এখানে নবান্ন উৎসব ফিকে হচ্ছে। আয়োজকরা অনেকেই এখন গ্রামের বাইরে বসবাস করেন। এ কারনে নতুন প্রজন্ম নবান্ন উৎসব সম্পর্কে জানেনা। জানেনা গভীর রাতে নলুনে রস ও গুড়ের চালের পিঠার স্বাদ। জানেনা ‘নতুন রসের কলের পিঠা খাওয়ার মজার কাহিনী’।

মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুমিনুল ইসলাম জানান, চলতি আমন মৌসমে ৩০০ কৃষকের মধ্যে হাইব্রিড ও ১৫০ জনকে উফশীজাতের ধানসহ মোট ৪৫০ জন কৃষককে প্রণোদনা হিসেবে সার ও বীজ প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ