স্বাধীনতার সুবর্নজয়ন্তী,বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মহান মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার, বর্তমান সরকারের ভিশন- ২০৪১ মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহ এবং গুজব, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক প্রয়োগ ইত্যাদি বিষয়ে জনসম্পৃত্তত্তা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যার সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ নাসির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ।
সমাবেশে উপস্থিত মহিলাদের পক্ষ হতে বক্তব্য রাখেন রেশমি তনচংগ্যা। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসার মোঃ হারুন।