• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতে পথে ঘুরে ঘুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন- পুলিশ সুপার  খাগড়াছড়িতে পরিবেশ প্রকৃতিবান্ধব নিরাপদ চাষাবাদে  কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের- জান্নাতুল ফেরদৌসের বিদায় অনুষ্ঠিত বান্দরবানে ইমাম সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার কাপ্তাইয়ে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক অবহিতকরণ সভা কে এই অসহায় বৃদ্ধ : কাপ্তাই উপজেলা সদর হাসপাতাল চত্বরে নিদারুণ কষ্টে মানবতার জীবন যাপন করছেন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সোহেলকে চট্টগ্রামের লোহাগড়া হতে গ্রেফতার সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডারের সাথে সাংবাদিকদের মত বিনিময় মানিকছড়িতে হত দরিদ্র কৃষক রাকিবের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন জামায়াত নেতাকর্মীরা

সাপমারাকে হারিয়ে নানিয়ারচরে চ্যাম্পিয়ন মহালছড়ি বন্ধু মহল

মাহাদী বিন সুলতান, নানিয়ারচর প্রতিনিধি: / ৩১৩ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

রাঙামাটির নানিয়ারচরে ইসলামপুর ভাই ভাই ক্লাব আয়োজিত ফুটবল ট্যুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ১৬তম আসরের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন (১০বীর) কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিপন দাশ, বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ নুরুল ইসলাম হাওলাদার, ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, বিশিষ্ট ঠিকাদার ও উপজেলা বিএনপি সভাপতি মোঃ নুরুজ্জামান হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোঃ নুরুল আলম (নিজাম) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু জাফরের সঞ্চালনায় এবারের ফাইনালে সাপমারা স্পোর্টিং ক্লাব বি বনাম বন্ধু মহল ক্লাব মহালছড়ি অংশগ্রহণ করে।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামপুর ভাই ভাই ক্লাবের আয়োজনে সুন্দর এই ট্যুর্ণামেন্ট টি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নিরাপত্তা কর্মীসহ যাদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই খেলা দেখে আমি একটা বিষয় অনুভব করেছি, আমরা পাড়া ভিত্তিক খেলায় যেতাম। সেই ট্রফি, সেই মেডেল আজো আমার ড্রয়িং রুমে আছে। আপনারা এসব ট্রফি বা মেডেল এর স্মৃতি কখনো ভুলতে পারবেন না। এসব স্মৃতিগুলো যেন আপনাদের মনের কোঠায় থাকে সেই আশা ব্যক্ত করছি।

সভাপতির বক্তব্যে নুরুল আলম বলেন, ছেলে বেলায় আমরা পাহাড়ি বাঙ্গালি মিলেমিশে খেলাধুলা করেছি। আমরা আন্তরিকভাবে সারাবছর খেলাধুলা করবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা ভাই ভাই ক্লাব গঠন করেছি। এছাড়া কোন সদস্য নেশা, মাদক সেবন, যৌতুক ও বাল্যবিবাহ করতে পারবেনা এসব শর্তানুযায়ী আমরা এই ক্লাব প্রতিষ্ঠা করি। পাহাড়ি, বাঙ্গালী, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টানসহ সকল ধর্ম-বর্ণের লোকজন মিলে সম্পৃতি বজায় রেখে খেলাধুলা করতে এই ক্লাব প্রতিষ্ঠা করেছি। আগামীতেও ভাই ভাই ক্লাবের আয়োজনে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

ফাইনাল খেলায় সাপমারা স্পোর্টিং (বি) ক্লাবকে ০/১ গোলে হারিয়ে বন্ধু মহল ক্লাব মহালছড়ি জয়লাভ করে। এসময় সেরা গোলদাতা হিসেবে পুলিপাড়া স্পোটিং ক্লাবের ক্যাসাইপ্রু মারমা, সাপমারা ক্লাবের বিজয় কান্তি চাকমা সেরা খেলোয়াড় ও বন্ধু মহল ক্লাবের নজরুল ইসলাম নাইম সেরা গোল কিপার নির্বাচিত হন।

এসময় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।

উল্লেখ্য, গত ৮ই অক্টোবর নানিয়ারচর, মহালছড়ি, কাউখালিসহ বিভিন্ন উপজেলা থেকে ৫৮টি দল নিয়ে এবং নানিয়ারচর জোনের সার্বিক সহযোগিতায় শুরু হয় ইসলামপুর ভাই ভাই ক্লাবের এবারের আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ