মহালছড়িতে মহিলা সমাবেশ ও মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক মা/অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা তথ্য অফিস কর্তৃক ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ ১০ নভেম্বর ২০২১ রোজ বুধবার মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সকাল ১০.৩০ ঘটিকায় মা/অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী।
এ সময়ে জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী বলেন, আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী,নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী,কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষাসহ বর্তমান সরকারের হাতে নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন তুলে ধরেছেন। এর সাথে সাথে কোভিড-১৯ পরিস্থিতিতে সুরক্ষা ডট কম অনলাইনে আবেদনের পেক্ষিতে দেশের জনগণ গণটিকা গ্রহণ করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকার কথা তুলে ধরেন।
উক্ত মা/অভিভাবক বা মহিলা সমাবেশে বিদ্যালয়ের শ্রেষ্ঠ মা নির্বাচিত করে সম্মাননা করা হয় এবং শিক্ষিকা জুলি দাশ
উপস্থাপনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী,উপজেলা শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ জসিম উদ্দিন ও উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক দীপক সেন ও সাংবাদিক রিপন ওঝা ও
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনমনি চাকমাসহ সহকারী সকল শিক্ষক/শিক্ষিকাগণসহ অভিভাবক।
মহালছড়িতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বন্ডিং বিষয় বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় বিশদ আলোচনা করেন।