রাঙামাটির নানিয়ারচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আর্য্য বিমুক্তি বন বিহারে দু’দিন ব্যাপী ৯ম তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দান, কঠিন চীবর দান, বেইন ঘর উৎসর্গসহ নানাবিধ পূণ্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা।
এসময় মঞ্চে সঙ্ঘ প্রধান হিসেবে উপবিষ্ট ছিলেন, রাজবন বিহারের আবাসিক প্রদান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এছাড়াও বোধিপুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জিন বোধি মহাস্থবির, শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির, শ্রীমৎ দেবানন্দ মহাস্থবির, আর্য্য বিমুক্তি বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিনয় প্রিয় মহাস্থবির সহ বিভিন্ন বিহার থেকে আমন্ত্রিত ভিক্ষু সঙ্ঘ উপস্থিত ছিলেন।
প্লান্তি চাকমা সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ৪নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা, প্যানেল চেয়ারম্যান জ্ঞানরঞ্জন দেওয়ান, আর্য্য বিমুক্তি বন বিহার পরিচালনা কমিটির সভাপতি রিপেন চাকমা, সাধারণ সম্পাদক বিনয় চাকমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।