ভগবান বুদ্ধের অহিংস বানী আমাদেরকে সত্যের পথ দেখায়। বৌদ্ধ ধর্মে সহিংসতা নেই, কিন্ত আজ আমরা নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হচ্ছি। খাদ্য মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি শুক্রবার কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নের মতিপাড়া ধম্মারংখ্রে বৌদ্ধ বিহার প্রাঙ্গনে কঠিন চীবর দান উৎসবে প্রধান দায়কের বক্তব্যে একথা বলেন। এছাড়া তিনি ধম্মাউইজেয়া জাদীর ভিত্তি স্থাপন করেন।
বিহারের অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইসা মহাথের এতে সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন নাইক্যাছড়া আগাপাড়া বৌদ্ধ বিহার ও বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয় আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক ও মায়ানমার সরকার কর্তৃক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত ভদন্ত খেমাচারা মহাথের।
উক্ত অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন বান্দরবান জেলার রেইছাথলি পাড়া বৌদ্ধ বিহারের উঃ ওয়াইন্নাসারা ভিক্ষু। এ সময় বিশেষ দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধূরী। অনুষ্ঠানে সম্মানিত দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার।