সীমান্ত সড়ক (রামগড়-তানাক্কাপাড়া) নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ফসলি জমির ২৮ জন কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে মাটিরাঙ্গা অভ্যায় সেনাবাহিনীর ২০ ইসিবি’র আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে আদা, হলুদ, ধান, কচু ক্ষেত ও কলা বাগানের ক্ষতিপূরণের টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ২০ ইসিবি’র অধিনায়ক লে: কর্নেল আমজাদ।এসময় রামগড় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল হাসান ও সীমান্ত সড়ক (রামগড়-তানাক্কাপাড়া) নির্মাণ প্রকল্প কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম সহ ২০ ইসিবি’র বিভিন্নস্তরের কর্মকর্তা, স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেজর এস এম খালেদুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে জরিপ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের চাহিদানুযায়ী ২৮ জন কৃষককে সর্বমোট ৩ লক্ষ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।