• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার দুই পক্ষের বিরোধে বাজারে আগুন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরকল উপজেলায় কমিটি ঘোষণা রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২ লক্ষ্মীছড়ি কলেজে শিক্ষক পরিষদ গঠন সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার”  প্রায় ২ মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে কেপিএম মিল গুইমারা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠিত খাগড়াছড়িতে বই পড়া কর্মসূচি-২৪ সম্পন্ন রাঙামাটিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শেরপুরে হামলা ভাংচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত-পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর গোয়ালন্দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন 

সাংবাদিক গাজী হানিফ’র নামে মামলার প্রতিবাদে সোনাগাজীতে সাংবাদিকদের মানববন্ধন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : / ৩৭৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

ফেনীর সোনাগাজীতে সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ’র বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তা সোলায়মান কর্তৃক ঢাকার আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানি মুলক মামলা দায়েরের প্রতিবাদে ৭নভেম্বর রবিবার সকাল ১১টায় সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক ইনকিলাব প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন কাঞ্চনের সভাপতিত্বে দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি বাহার উল্যাহ বাহার ও ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি সাংবাদিক মোঃ ইকবাল হোসাঈনের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- সাংবাদিক মোঃ ওবায়দুল হক (দৈনিক তৃতীয় মাত্রা, সাপ্তাহিক জনপ্রিয়) মোঃ ছালাহ্ উদ্দিন (দৈনিক বাংলাদেশ সমাচার, খবরপত্র) শহীদুল ইসলাম (দৈনিক সকালের সময়, আজকের জনবাণী) শরীয়ত উল্যাহ রিপাত (দৈনিক বাংলাদেশের খবর, ডেইলি ফেনী) সাংবাদিক ওমর ফারুক (দৈনিক আমাদের সময়) আফতাব হোসেন মমিন ভূঞা (দৈনিক আমাদের অর্থনীতি, সাপ্তাহিক প্রতিক্রিয়া) মোঃ নাছির উদ্দিন (দৈনিক আজকের পত্রিকা, সাপ্তাহিক নির্ভীক) জহিরুল হক খাঁন সজীব (দৈনিক খোলা কাগজ, বিএমএফ টিভি) আবদুর রহিম (দৈনিক হাজারিকা প্রতিদিন, দৈনিক অধিকার) কাউসার মাহমুদ (মানবজমিন) নুরুল আলম মহব্বত (সাপ্তাহিক জনপ্রিয়) সংবাদকর্মী মোশারফ হোসেন ও কমরেড আবু তাহের প্রমূখ।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, সাবেক পৌর কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুন, পুজা উদযাপন পরিষদের নেতা বিদ্যুৎ মহাজন, শ্রমিক ইউনিয়নের নেতা আবদুল কাদের ও ইলিয়াছ সিরাজ, ফারিহা সভাপতি আলমগির হোসেন টিপু, সমাজসেবক আবু ইউসুফ স্বপন, আরিফুল ইসলাম সোহাগ, মোহাম্মদ সেলিম, মোঃ ইব্রাহিম, ভূমি রক্ষা কমিটির নেতা মাঈন উদ্দিন নাছির, উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ হানিফ সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রায় ৩শতাধিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন- মেজর পরিচয় দিয়ে সাবেক সেনা কর্মকর্তা সোলায়মান প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন অমান্য করছে। তিনি সরকারি রাস্তায় লোহার গেইট ও তারকাটার বেড়া দিয়ে জনগণের চলাচলপথ বন্ধ করার সংবাদ প্রচারের জের ধরে দৈনিক অগ্রসর পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি সৎ এবং সাহসী সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক মামলা দায়ের করেছে। অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহার করা নাহলে সোনাগাজী ফেনী সহ সারাদেশের সাংবাদিকগণ ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ