বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। যুব রে ক্রিসেন্ট সোসাইটি’র খাগড়াছড়ি ব্র্যাঞ্চ, মানিকছড়ি ইউনিট’র অনুমোদন দেওয়া হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ব্র্যাঞ্চ’র সেক্রেটারী মো.শানে আলম স্বাক্ষরিত ১/১১/২০২১ থেকে ৩১/১১/২০২৩ সাল পর্যন্ত দুই বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের আগামী নেতৃত্ব দেবেন যারা। দল নেতা থোয়াইঅংপ্রু মারমা,উপ-দল নেতা ১ মো.আব্দুল আউয়াল, দল নেতা দুই মো.হাবিবুর রহমান,জন সংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান মো.আবু জাফর, উপ-প্রধান মো.রবিউল হাসান,সেবা ও স্বাস্থ্য বিভাগীয় প্রধান কংহ্লাচাই মারমা,উপ-প্রধান ক্রাজাই মারমা,প্রশিক্ষণ বিভাগীয় প্রধান আহাদান সওদাগর,উপ-প্রধান যোবায়ের হোসেন,রক্ত বিভাগীয় প্রধান রাশেদুল ইসলাম,উপ-প্রধান মো.ইয়াছিন,বন্ধুত্ব বিভাগীয় প্রধান মুনির হোসেন,উপ-প্রধান আব্দুর রহমান, ক্রীড়া বিভাগীয় প্রধান মনির হোসেন,উপ-প্রধান সাদিয়া সুলতানা মিতু করে ১৫ সদস্য একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মানিকছড়ি উপজেলা ইউনিটের প্রথম সাবেক যুব প্রধান ও যুব উপদেষ্টা চিংওয়ামং মারমা মিন্টু বলেন যুব রেড ক্রিসেন্ট অত্র উপজেলায় শুরু থেকে যুব সদস্যরা প্রশিক্ষিত এবং সুনামের সাথে মানব সেবায় কাজ করে আসছে, আগামীতে এধারা অব্যাহত থাকবে। সাবেক যুব প্রধান আশ্রাফুল আলম বলেন যুব সদস্যরা করোনা মহামারিতে যখন মানুষজন ঘর বাড়ি থেকে বের হতো না তখন রেড ক্রিসেন্ট সদস্যরা দিন রাত নিষ্ঠার সাথে কাজ করে আসছে।তিনি আরো বলেন,এই নতুন নেতৃত্বে আগামীতে ও যুব সদস্যরা বহুদূর এগিয়ে যাবে।