• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাতে পথে ঘুরে ঘুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন- পুলিশ সুপার  খাগড়াছড়িতে পরিবেশ প্রকৃতিবান্ধব নিরাপদ চাষাবাদে  কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের- জান্নাতুল ফেরদৌসের বিদায় অনুষ্ঠিত বান্দরবানে ইমাম সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার কাপ্তাইয়ে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক অবহিতকরণ সভা কে এই অসহায় বৃদ্ধ : কাপ্তাই উপজেলা সদর হাসপাতাল চত্বরে নিদারুণ কষ্টে মানবতার জীবন যাপন করছেন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সোহেলকে চট্টগ্রামের লোহাগড়া হতে গ্রেফতার সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডারের সাথে সাংবাদিকদের মত বিনিময় মানিকছড়িতে হত দরিদ্র কৃষক রাকিবের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন জামায়াত নেতাকর্মীরা

দৌলতদিয়ায় ফেরি ও ঘাটস্বল্পতায় নিয়মিত যানজট

আবুল হোসেন,রাজাবাড়ী প্রতিনিধি : / ৩৯৮ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১ নভেম্বর, ২০২১

ফেরিডুবির পাশাপাশি ঘাটস্বল্পতা, ফেরি সংকট ও বাংলাবাজার-শিমুলিয়া পারাপার বন্ধের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছে চালক ও যাত্রীরা।

সোমবার (১ নভেম্বর) সরেজমিন গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে আছে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ ৪শতাধিক ভারী যানবাহন। এতে ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচরীজ পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এছাড়া ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দুরে
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় প্রায় ৩শতাধিক পণ্যবাহী যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকা আছে।

পাটুরিয়ায় ফেরিডুবি পর থেকে নিয়মিত এ যানজট লেগে আছে। ঘাট কতৃপক্ষ বলছে ফেরিডুবির পাশাপাশি ঘাটস্বল্পতা, ফেরি সংকট ও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখী বিভিন্ন গাড়ির চাপ অনেক বেড়েছে। যার কারণে সিরিয়ালের সৃষ্টি হয়েছে।

চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকামুখী গাড়িগুলোর ফেরিঘাটের দিকে এক কিলোমিটার যেতে তিন চার ঘণ্টার বেশি সময় লাগছে। গোয়ালন্দ মোড়ে মহাসড়কের পাশে খাওয়া দাওয়া ও টয়লেটের কোনো ব্যবস্থা না থাকায় বাড়তি ভোগান্তিতে পড়ছেন তাঁরা। গাড়ি ছেড়ে বাইরে অন্য কোথাও যেতেও পারছেন না বলে জানান তাঁরা।

খুলনা থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক চালক বেলায়েত হোসেন জানান, গত বৃহস্পতিবার দিবাগত ভোরের দিকে গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকা পড়ি। সেখান থেকে আজ পাঁচ দিনের মাথায় সকালে ঘাটের দিকে আসি। এখন বেলা দুইটা বাজে এখনো ফেরির কাছে যেতে পারলামনা। এভাবে আর কতদিন চলবে, আমাদের দুঃখ দেখার কেউ নেই বলেও জানান তিনি।

বরিশাল থেকে আসা ট্রাক চালক নয়ন বলেন, আজ তিনদিন চলে এখনো ফেরি পাইনাই। গোয়ালন্দ মোড়ে আসলে দুই তিনদিন আটকে রাখার পর ঘাটে আসলেও ৮, ১০ ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হয়। এখন আর কুলাতে পারছিনা। জানিনা কখন ফেরিতে উঠতে পারবো।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, যাত্রীবাহী যানবাহন চলমান রয়েছে। তবে কিছু ট্রাক সিরিয়ালে রয়েছে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ