দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে জাতিয় যুব দিবস ২০২১ পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নানিয়ারচর থানার নবাগত ওসি সুজন হালদার, উপজেলা মডেল রিসোর্ট সেন্টার ইন্সট্রাক্টর সরওয়ার কামাল ও উপজেলা যুব উন্নয়ন সহকারী আজিজুল হক প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, বাংলাদেশ সরকার যুব বান্ধব সরকার। যুব সমাজকে এগিয়ে নিতে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। নানান প্রকল্পে সরকার স্বল্প সুদে ঋণ দিচ্ছে। এসব প্রকল্প ও সেবা গ্রহন করে যুব সমাজ আর্থ সামাজিক উন্নয়নে সফল ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ৩যুবককে ৬০হাজার টাকা মূল্যের চেক বিতরণের মাধ্যমে মোট ১লক্ষ ৮০হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর আগে উপজেলা প্রাঙ্গনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়।