রাঙামাটির কাপ্তাই থানার আয়োজনে পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ।
এর আগে সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। এর পর মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তৃত রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, উপজলো নির্বাহী অফিসার মুুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী আব্দুল লতিফ, চিরনজীত তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য প্রার্থী নুর বেগম মিতা,বাদল মার্মা, মুজিবুরসহ প্রমুখ।
আলোচনায় প্রার্থীদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ও আগামি ১১নভেম্বর ইউপি সুষ্ট নির্বাচনের দাবি জানানো হয়। এসময় উপজেলা আইনশৃঙ্খলা কাজে বিশেষ অবদানের জন্য সেরা অফিসার এএসআই আজাদ হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল।
অপরদিকে একই দিনে চন্দ্রঘোনা থানার আয়োজনেও পুলিশিং ডে পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার টিপিং মারমা।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এইসময় রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ এনামূল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার , রাইখালী ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক অজয় সেন সহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে এ বছরের নির্বাচিত শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে এসআই আজিজুর রহমান, এ এস আই পদু মত্তুর কে সম্মাননা ক্রেষ্ট উপহার দেওয়া হয়।