নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং যৌন প্রজনন স্বাস্থ্য ও প্রতিরোধ বিষয়ক এক অ্যাডভোকেস সভা মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এই সভার আয়োজন করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে চন্দ্রঘোনা কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, কাপ্তাই প্রেস ক্লাব এর সভাপতি কবির হোসেন ও সম্পাদক ঝুলন দত্ত।
উঠান বৈঠকে বক্তারা বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের যে পথ দেখিয়েছিলেন তাঁরই পথ ধরে আজ নারীরা এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আজ নারীরা নেতৃত্ব দিচ্ছেন। তাই সমাজের সকলকে নারীর প্রতি দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে হবে।
সভায় চন্দ্রঘোনা ইউনিয়ন কমিউনিটি হেলথ প্রোগাম এর ৬০ জন কিশোরী অংশ নেন।