রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে শব্দদূষণে নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি যানবাহনকে জরিমানা করা হয়েছে।
উপজেলার দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল এলাকায় মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে দশটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। এ সময় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মিতা রানী দাস, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম
বলেন, মঙ্গলবার সকালে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন যানবাহনের হর্নের মানমাত্রা পরীক্ষা করা হয়। অভিযানকালে যেসব যানবাহনের নিধারিত মানমাত্রার চেয়ে বেশি শব্দ পাওয়া যায়, সেই যানবাহনগুলোকে জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, অভিযানে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে ৬টি যানবাহনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।