মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে আলোচনা সভার মধ্যদিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। রবিবার ১৪ই ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন এর সঞ্চালনা সভায় ব্যক্তব্য রাখেন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আহ্বায়ক প্রমোদ বিহারী নাথ, সদস্যসচিব আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা জামায়েত ইসলামের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ, সন্মানিত মুক্তিযোদ্ধাগন, শিক্ষক- শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।