• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে রাঙ্গামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি মহান বিজয় দিবসে আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবি সেক্টর কমান্ডার এর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন  মহান বিজয় দিবসে রাঙ্গামাটি ইফা’র খতমে কোরআন ও সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে মফিকুল হাসান তৃপ্তির শ্রদ্ধা রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক পরিষদের আলোচনা সভা: পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’র হুঁশিয়ারি বিজয় দিবস উপলক্ষে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি দীঘিনালায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ নামে শান্তি চুক্তি হলেও এই চুক্তির মূলে রয়েছে অশান্তি- ইন্জি: থোয়াইচিং মং শাক  খাগড়াছড়ি-২৯৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান

বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার: / ২২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মাটিরাঙ্গার সসর্বস্তরের জনগন। দিবসের শুরুতেই ৩১ বার তোপধ্বনি প্রদান করে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের কুয়াশা ভেদ করে উপজেলা পরিষদের বিভাগীয় প্রধানদের সাথে নিয়ে ‘স্বাধীনতা সোপানে’ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

এরপরপরই বীর মুক্তিযোদ্ধাদের সাথে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ৭১’র রনাঙ্গনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাটারাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। তারপর পদস্থ অফিসারদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সহকারি পুলিশ সুপার (মাটিরাঙা সার্কেল) কাজী ওয়াজেদ ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন।

এরপরপরই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে মাটিরাঙ্গা পৌরসভা, মাটিরাঙ্গা প্রেস ক্লাব, মাটিরাঙ্গা সসরকারি মডেল উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, জেএসএস, সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র, যুব রেডক্রিসেন্ট ইউনিট ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

এছাড়াও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্বাধীনতা সোপান উন্মুক্ত করে দেয়া হয়।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। নারী-পুরুষ,তরুণ-তরুণীসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন মিলেছে একই মোহনায়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে মাটিরাঙ্গার বিভিন্ন জায়গা থেকে মানুষ দলে দলে এখানে এসেছে। স্বাধীনতা সোপানে হাজারো মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় স্বাধীনতা সোপানের আশপাশ।

এদিকে মমহান বিজয় দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

একই দিনে সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেনন ইউএনও মাহমুদুর রহমান। এ উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ উদ্দিন প্যারেড কমান্ডার হিসেবে কুচকাওয়াজে নেতৃত্ব দেন।

জাতীয় পতাকা উত্তোলন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন। পরে তাঁরা কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের অভিবাদন গ্রহণ করেন।

এরপর মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে। সে হিসাবে আজ বিজয়ের ৫৪ বছর পূর্তি। এদিনে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের,যাদের আত্মত্যাগের বিনিময়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ