• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে রাঙ্গামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি মহান বিজয় দিবসে আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবি সেক্টর কমান্ডার এর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন  মহান বিজয় দিবসে রাঙ্গামাটি ইফা’র খতমে কোরআন ও সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে মফিকুল হাসান তৃপ্তির শ্রদ্ধা রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক পরিষদের আলোচনা সভা: পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’র হুঁশিয়ারি বিজয় দিবস উপলক্ষে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি দীঘিনালায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ নামে শান্তি চুক্তি হলেও এই চুক্তির মূলে রয়েছে অশান্তি- ইন্জি: থোয়াইচিং মং শাক  খাগড়াছড়ি-২৯৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান

দীঘিনালায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: / ৪৮ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি::

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের চংগাছড়ি বাজার এলাকা থেকে সামিরা আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ সামিরা চংগাছড়ি গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছোট মেয়ে। সে চংগাছড়ি ফুলচান কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিন সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সামিরা। পরে চংগাছড়ি বাজার এলাকায় তাকে শেষবারের মতো দেখা যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালান এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। বিষয়টি জানিয়ে সামিরার বাবা আব্দুল মান্নান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি নিখোঁজ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন।

এ ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। সামিরার কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় অবহিত করা অথবা সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ