• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে রাঙ্গামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি মহান বিজয় দিবসে আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবি সেক্টর কমান্ডার এর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন  মহান বিজয় দিবসে রাঙ্গামাটি ইফা’র খতমে কোরআন ও সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে মফিকুল হাসান তৃপ্তির শ্রদ্ধা রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক পরিষদের আলোচনা সভা: পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’র হুঁশিয়ারি বিজয় দিবস উপলক্ষে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি দীঘিনালায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ নামে শান্তি চুক্তি হলেও এই চুক্তির মূলে রয়েছে অশান্তি- ইন্জি: থোয়াইচিং মং শাক  খাগড়াছড়ি-২৯৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান

বিজয় দিবস উপলক্ষে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: / ২৫ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি::

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে জাতির সূর্যসন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে যারা রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে যারা জীবন উৎসর্গ করেছেন, জামায়াতে ইসলামী সর্বদা শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করে। দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সবসময়ই অটল এবং দেশের প্রতি ভালোবাসা ও সম্মান বুকে লালন করে আসছে।

শ্রদ্ধাঞ্জলি শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আক্কাস আলী ও বাইতুল মালের সভাপতি মাওলানা জহির উদ্দিনসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ