• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু লামায় রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে ৬ দফা দাবি আদায়ের সমর্থনে: কাপ্তাই বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চবির অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তি ও তরুণী ধর্ষণের বিচারের দাবি ৩ মাসেও চালু হয়নি খাগড়াছড়ির রবি টাওয়ার মানিকছড়িতে দুই টেকনিশিয়ান অপহৃত!

চরফ্যাসনে ঘর মালিককে হত্যার চেষ্টা: ছয় জনের বিরুদ্ধে মামলা

হাসান লিটন, চরফ্যাসন প্রতিনিধি: / ৬৫৩ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

চরফ্যাসনে চেয়ারম্যান বাজারে রবিবার পৌত্রিক দোকান ভিটার দখল বুঝে নিতে গেলে দোকানের ভাড়াটিয়া আবুল কালাম মেম্বরের নির্দেশে তার চার পুত্রসহ আরও কয়েকজন সন্ত্রাসীরা ঘর মালিক ও তাদের স্বজনদের কুপিয়ে হত্যার চেস্টার ঘটনায় শশীভূষণ থানায় মামলা দায়ের করেছে৷
মামলা নং ০৫/২০২১।

মঙ্গল বার (১৪ সেপ্টেম্বর) রাতে দোকান ভিটার মালিক মৃত মৌলভী আশ্রাফ আলীর ছেলে গোলাম ফারুক বাদী হয়ে ০৬ জনসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে মৃত মোজাফ্ফর বেপারীর ছেলে আবুল কালাম (৭০) ও তার চার ছেলে যথাক্রমে মাহাবুবুর রহমান (৪০), মোঃ জসিম উদ্দিন (৩৭), মোঃসামছুদ্দিন (৩৫), মোঃসজিব (৩৩) এবং মৃত মোঃ শফিউল্লাহর ছেলে মোঃ বাবুল (৩৫)।

শশীভূষন থানায় দায়েরকৃত মামলার এজাহার থেকে জানা যায়, আসামীগন দীর্ঘদিন যাবত দোকানের ভাড়া না দিয়ে বাদী পক্ষের দোকান ভিটা না ছাড়ার হুমকি দেয়। প্রধান আসামি আবুল কালামের নির্দেশে আসামীরা আশিকুর রহমান সহ মালিকপক্ষের কয়েকজনকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়৷ এসময় তাদের ডাক চিৎকারে স্হানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
পরে গুরুতর জখম অবস্হায় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বুধবার বিরোধীয় এলাকা চেয়ারম্যান বাজার এলাকায় গিয়ে দেখা যায় মামলার তদন্ত কর্মকর্তা এস আই দীপংকর সরেজমিন ঘটনাস্হলে মামলার অগ্রগতি লিপিবদ্ধ করছেন।
তিনি এ ব্যাপারে গণমাধ্যমকর্মিদের জানান,দোকানভিটার বিরোধ নিয়ে মারামারি ও হত্যার চেস্টায় গতকাল মংগলবার শশীভূষন থানায় একটি মামলা হয়েছে।আসামীদের দ্রুত গ্রেফতারের চেস্টা চলছে।তবে বিরোধপূর্ণ দোকান ভিটা নিয়ে মামলার পূর্বে আসামীপক্ষকে কয়েকবার শশীভূষন থানায় ডাকা হলেও তারা ডাকে সারা দেননি।

শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ৬ জনকে আসামি করে গতকাল আদালতের নির্দেশে একটি মামলা দায়ের হয়েছে৷মামলার আসামিদের গ্রেপ্তারের চেস্টা অব্যাহত রয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ