• সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলো বান্দরবান সেনা জোন আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন গোয়ালন্দে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ফেলা হচ্ছে লামায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী দেশ সংস্কারে নির্বাচন দিয়ে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বাঘাইছড়িতে শান্তি সম্প্রীতির লক্ষে স্থানীয় সুশীল সমাজের মত বিনিময় সভা চোর পেটানোর ঘটনায় পাল্টা হামলা, হিন্দু মুসলিম আহত ১০  নেত্রকোনায় মণ্ডপে মণ্ডপে নারী ভক্তদের সিঁদুর খেলা অনুষ্ঠিত বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে দেবীকে বিদায় জানালেন সনাতন ধর্মাবলম্বীরা  উন্নয়ন কর্মকান্ড ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী বিএনপি   রাজস্থলীতে ৪ টি পূজা মন্ডবে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৪১ লিটার চোলাই মদ সহ দুই জন আটক

চরফ্যাসনে ঘর মালিককে হত্যার চেষ্টা: ছয় জনের বিরুদ্ধে মামলা

হাসান লিটন, চরফ্যাসন প্রতিনিধি: / ৫৯২ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

চরফ্যাসনে চেয়ারম্যান বাজারে রবিবার পৌত্রিক দোকান ভিটার দখল বুঝে নিতে গেলে দোকানের ভাড়াটিয়া আবুল কালাম মেম্বরের নির্দেশে তার চার পুত্রসহ আরও কয়েকজন সন্ত্রাসীরা ঘর মালিক ও তাদের স্বজনদের কুপিয়ে হত্যার চেস্টার ঘটনায় শশীভূষণ থানায় মামলা দায়ের করেছে৷
মামলা নং ০৫/২০২১।

মঙ্গল বার (১৪ সেপ্টেম্বর) রাতে দোকান ভিটার মালিক মৃত মৌলভী আশ্রাফ আলীর ছেলে গোলাম ফারুক বাদী হয়ে ০৬ জনসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে মৃত মোজাফ্ফর বেপারীর ছেলে আবুল কালাম (৭০) ও তার চার ছেলে যথাক্রমে মাহাবুবুর রহমান (৪০), মোঃ জসিম উদ্দিন (৩৭), মোঃসামছুদ্দিন (৩৫), মোঃসজিব (৩৩) এবং মৃত মোঃ শফিউল্লাহর ছেলে মোঃ বাবুল (৩৫)।

শশীভূষন থানায় দায়েরকৃত মামলার এজাহার থেকে জানা যায়, আসামীগন দীর্ঘদিন যাবত দোকানের ভাড়া না দিয়ে বাদী পক্ষের দোকান ভিটা না ছাড়ার হুমকি দেয়। প্রধান আসামি আবুল কালামের নির্দেশে আসামীরা আশিকুর রহমান সহ মালিকপক্ষের কয়েকজনকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়৷ এসময় তাদের ডাক চিৎকারে স্হানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
পরে গুরুতর জখম অবস্হায় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বুধবার বিরোধীয় এলাকা চেয়ারম্যান বাজার এলাকায় গিয়ে দেখা যায় মামলার তদন্ত কর্মকর্তা এস আই দীপংকর সরেজমিন ঘটনাস্হলে মামলার অগ্রগতি লিপিবদ্ধ করছেন।
তিনি এ ব্যাপারে গণমাধ্যমকর্মিদের জানান,দোকানভিটার বিরোধ নিয়ে মারামারি ও হত্যার চেস্টায় গতকাল মংগলবার শশীভূষন থানায় একটি মামলা হয়েছে।আসামীদের দ্রুত গ্রেফতারের চেস্টা চলছে।তবে বিরোধপূর্ণ দোকান ভিটা নিয়ে মামলার পূর্বে আসামীপক্ষকে কয়েকবার শশীভূষন থানায় ডাকা হলেও তারা ডাকে সারা দেননি।

শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ৬ জনকে আসামি করে গতকাল আদালতের নির্দেশে একটি মামলা দায়ের হয়েছে৷মামলার আসামিদের গ্রেপ্তারের চেস্টা অব্যাহত রয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ