চরফ্যাসনে চেয়ারম্যান বাজারে রবিবার পৌত্রিক দোকান ভিটার দখল বুঝে নিতে গেলে দোকানের ভাড়াটিয়া আবুল কালাম মেম্বরের নির্দেশে তার চার পুত্রসহ আরও কয়েকজন সন্ত্রাসীরা ঘর মালিক ও তাদের স্বজনদের কুপিয়ে হত্যার চেস্টার ঘটনায় শশীভূষণ থানায় মামলা দায়ের করেছে৷
মামলা নং ০৫/২০২১।
মঙ্গল বার (১৪ সেপ্টেম্বর) রাতে দোকান ভিটার মালিক মৃত মৌলভী আশ্রাফ আলীর ছেলে গোলাম ফারুক বাদী হয়ে ০৬ জনসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে মৃত মোজাফ্ফর বেপারীর ছেলে আবুল কালাম (৭০) ও তার চার ছেলে যথাক্রমে মাহাবুবুর রহমান (৪০), মোঃ জসিম উদ্দিন (৩৭), মোঃসামছুদ্দিন (৩৫), মোঃসজিব (৩৩) এবং মৃত মোঃ শফিউল্লাহর ছেলে মোঃ বাবুল (৩৫)।
শশীভূষন থানায় দায়েরকৃত মামলার এজাহার থেকে জানা যায়, আসামীগন দীর্ঘদিন যাবত দোকানের ভাড়া না দিয়ে বাদী পক্ষের দোকান ভিটা না ছাড়ার হুমকি দেয়। প্রধান আসামি আবুল কালামের নির্দেশে আসামীরা আশিকুর রহমান সহ মালিকপক্ষের কয়েকজনকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়৷ এসময় তাদের ডাক চিৎকারে স্হানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
পরে গুরুতর জখম অবস্হায় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বুধবার বিরোধীয় এলাকা চেয়ারম্যান বাজার এলাকায় গিয়ে দেখা যায় মামলার তদন্ত কর্মকর্তা এস আই দীপংকর সরেজমিন ঘটনাস্হলে মামলার অগ্রগতি লিপিবদ্ধ করছেন।
তিনি এ ব্যাপারে গণমাধ্যমকর্মিদের জানান,দোকানভিটার বিরোধ নিয়ে মারামারি ও হত্যার চেস্টায় গতকাল মংগলবার শশীভূষন থানায় একটি মামলা হয়েছে।আসামীদের দ্রুত গ্রেফতারের চেস্টা চলছে।তবে বিরোধপূর্ণ দোকান ভিটা নিয়ে মামলার পূর্বে আসামীপক্ষকে কয়েকবার শশীভূষন থানায় ডাকা হলেও তারা ডাকে সারা দেননি।
শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ৬ জনকে আসামি করে গতকাল আদালতের নির্দেশে একটি মামলা দায়ের হয়েছে৷মামলার আসামিদের গ্রেপ্তারের চেস্টা অব্যাহত রয়েছে৷
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত