• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক      রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫০০০ টাকা জরিমানা  বৈসাবি উপলক্ষে মহালছড়িতে উৎসবে মতোয়ারা সকল সম্প্রদায়ের জনগোষ্ঠী ভাইবোনছড়ায় নদীতে শামুক কূড়াতে গিয়ে ২ কিশোরীর মৃত্যু ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে রাইখালীতে বিক্ষোভ মিছিল পাহাড়ে বৈসুর সুর আর বাদ্যের তালে তালে মত্ত ত্রিপুরা জনগোষ্ঠী ক্যান্সারে আক্রান্ত শ্রী শিল্পী রানি’র চিকিৎসার জন্য নগদ উপহার প্রদান করেন গুইমারা উপজেলা জামায়াতে ইসলাম মা‌টিরাঙ্গায় আওয়ামীলী‌গ নেতা আব্দুল কাদের গ্রেফতার ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে গুইমারা উপজেলা ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দীঘিনালা সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা 

বান্দরবান  জামায়াতে উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসীম রায় (অশ্বিনী) বান্দরবানঃ / ১২৭ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

অসীম রায় (অশ্বিনী) বান্দরবানঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগ বান্দরবানের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান  অধ্যাপক থানজামা লুসাই। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ।

বাংলাদেশ জামায়াত ইসলামীর বান্দরবান জেলার   আয়োজনে মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ শে মার্চ রোববার হিলভিউ কনভেনশন হলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অতিথির বক্তব্যে বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ- বলেন, আপনারা আমাদের পাশে থাকলে কুরআন শাসন কায়েম করা সহজ হবে ইনশাআল্লাহ।

বান্দরবান – ৩ শত নং আসনের জামায়াত মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির নির্বাহী সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এবং  জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম।  বলেন, আমাদের মাঝে রাজনৈতিক মতভেদ থাকবে। কিন্তু আমরা একে অপরের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবো না। এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা যাতে সমাধান করতে পারি, সে সংস্কৃতি চালু করতে হবে। আমরা একে অন্যকে শ্রদ্ধা, সম্মান ও ভালবাসবো। তবেই এক নতুন বাংলাদেশের সূচনা হবে।

স্বাগতম বক্তব্য প্রদান করেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সেক্রেটারী মোহাম্মদ ইসহাক। কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সহ- সভাপতি মাওলানা দলিলুর রহমান আনচারী, বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মী ও সদর ইউনিয়ন শাখার অন‍্যান‍্যদের মধ্যে ছাত্র শিবিরের উপজেলা সভাপতিসহ প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলে  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ