• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দ্বৈত কর-এ দিশেহারা লামা আলীকদমের কৃষক দক্ষিণবঙ্গের মধ্যে বিখ্যাত আমের রাজধানী খ্যাত যশোরের শার্শা উপজেলার বেলতলা আম বাজারে নামেই পরিচিত কাপ্তাইতে বড়শিতে ধরা পড়ল ২৬ কেজি ওজনের কোরাল মাছ পারিবারিক কলহের জেদ ধরে ৩ জনের বিষপান আলীকদমে সেনা অভিযানে গুইমারাতে ১১০ লিটার মদসহ ২জন আটক ৪ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০০ ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা মানিকছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার মানিকছড়িতে দরিদ্র জেলের মাঝে ছাগল বিতরণ মহেশখালীর নতুন এসিল্যান্ড মোহাম্মদ সাদাত হোসেন রামগড় ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভা অনু্ষ্ঠিত  পানছড়িতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ

দীর্ঘ বিরতি পরেও ব্রাজিল জার্সি গায়ে জড়াতে পাড়ছেন না নেইমার

পার্বত্য কণ্ঠ / ১৫৯ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

দীর্ঘদিন পর ব্রাজিল জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন নেইমার, কিন্তু শেষ মুহূর্তে সেটি আর সম্ভব হলো না। চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

২০২৩ সালের অক্টোবর মাসে চোটের কারণে মাঠের বাইরে চলে যান নেইমার। বাঁ হাঁটুর এসিএল (ACL) এবং মেনিসকাস ইনজুরি কাটিয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছিলেন। তবে চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের জন্য কোচ দরিভাল জুনিয়রের ঘোষিত দলে জায়গা পেয়েও শেষ পর্যন্ত ছিটকে গেছেন তিনি।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, শুধু নেইমার নন, ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার দানিলোও ইনজুরির কারণে দলে থাকছেন না।

এমন পরিস্থিতিতে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন নেইমার। সেখানে তিনি লিখেছেন, ‘ফিরতে এতটা কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে আমি এখনই বিশ্বের সবচেয়ে ভারী জার্সিটি পরতে পারছি না! যারা শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। সবাই জানে আমি ফেরার জন্য কতটা উদগ্রীব ছিলাম, তবে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, ঝুঁকি না নিয়ে পুরোপুরি সুস্থ হওয়াই সেরা হবে।’

নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। এছাড়া এডারসনের জায়গায় লিওঁর গোলরক্ষক লুকাস পেরি এবং দানিলোর পরিবর্তে ফ্ল্যামেঙ্গোর আলেক্স সান্দ্রো স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।

ব্রাজিলের সামনে এবার কঠিন দুটি ম্যাচ। আগামী সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাও, পাঁচ দিন পর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। বর্তমানে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল, লিওনেল মেসিদের আর্জেন্টিনার চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে। ইনজুরি জর্জরিত দল নিয়ে এই দুই ম্যাচে কেমন পারফরম্যান্স করে ব্রাজিল, সেটাই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ