• বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মা‌টিরাঙ্গায় আওয়ামীলী‌গ নেতা আব্দুল কাদের গ্রেফতার ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে গুইমারা উপজেলা ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দীঘিনালা সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা  ইসরাইয়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল মাটিরাঙ্গা ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে মানিকছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লংগদু সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা একটি সড়কই পাহাড়ের অর্থনীতিতে আনতে পারে যুগান্তকারী পরিবর্তন মহালছড়িতে বিঝু কাপ ফুটবল টূর্নামেন্ট -২০২৫ এর শুভ উদ্বোধন করেছেন ওয়াদুদ ভূইয়া চকরিয়ার খুটাখালী কলেজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ  লংগদুতে স্কুল ছাত্রাবাসের নামকরণে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার: একটি বিতর্কিত সিদ্ধান্ত খাগড়াছড়িতে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন

দীর্ঘ বিরতি পরেও ব্রাজিল জার্সি গায়ে জড়াতে পাড়ছেন না নেইমার

পার্বত্য কণ্ঠ / ১০৮ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

দীর্ঘদিন পর ব্রাজিল জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন নেইমার, কিন্তু শেষ মুহূর্তে সেটি আর সম্ভব হলো না। চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

২০২৩ সালের অক্টোবর মাসে চোটের কারণে মাঠের বাইরে চলে যান নেইমার। বাঁ হাঁটুর এসিএল (ACL) এবং মেনিসকাস ইনজুরি কাটিয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছিলেন। তবে চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের জন্য কোচ দরিভাল জুনিয়রের ঘোষিত দলে জায়গা পেয়েও শেষ পর্যন্ত ছিটকে গেছেন তিনি।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, শুধু নেইমার নন, ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার দানিলোও ইনজুরির কারণে দলে থাকছেন না।

এমন পরিস্থিতিতে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন নেইমার। সেখানে তিনি লিখেছেন, ‘ফিরতে এতটা কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে আমি এখনই বিশ্বের সবচেয়ে ভারী জার্সিটি পরতে পারছি না! যারা শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। সবাই জানে আমি ফেরার জন্য কতটা উদগ্রীব ছিলাম, তবে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, ঝুঁকি না নিয়ে পুরোপুরি সুস্থ হওয়াই সেরা হবে।’

নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। এছাড়া এডারসনের জায়গায় লিওঁর গোলরক্ষক লুকাস পেরি এবং দানিলোর পরিবর্তে ফ্ল্যামেঙ্গোর আলেক্স সান্দ্রো স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।

ব্রাজিলের সামনে এবার কঠিন দুটি ম্যাচ। আগামী সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাও, পাঁচ দিন পর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। বর্তমানে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল, লিওনেল মেসিদের আর্জেন্টিনার চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে। ইনজুরি জর্জরিত দল নিয়ে এই দুই ম্যাচে কেমন পারফরম্যান্স করে ব্রাজিল, সেটাই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ