বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে অবস্থান করে। পরে আবু সাঈদ মুক্তমঞ্চে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যদের রাতের আধারে মশাল মিছিল ও নানা ধরনের বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
২ ফেব্রুয়ারি রোববার বান্দরবানের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে অবস্থান করে। পরে আবু সাঈদ মুক্তমঞ্চে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দরা বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও প্রশাসন এখনো নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের নিষ্কিতায় এখনো বিভিন্নস্থানে ছাত্রলীগ তাদের শক্তি প্রদর্শন করছে। ছাত্রলীগের নেতাকর্মীরা দীর্ঘদিন যাবৎ দেশে লুটপাট করে খেয়েছে আবার নিষিদ্ধ হয়েও তারা এখনো নানান অপকর্ম করে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। বক্তারা আগামীতে আর কখনো কোন ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশে আসতে দেবে না বলে বক্তব্য দেয়ার পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ সহযোগী সকল সংগঠনের দোসরদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন ফরহাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমর, জেলা ছাত্রলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উজ্বল কুমার নাথসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি দিনগত রাতে বান্দরবানের লামা উপজেলার দুর্গম ফাসিয়াখালী ইউনিয়নে ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মশাল মিছিল প্রদর্শন করেন এবং তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এর আগে গত ৪ জানুয়ারি লামা উপজেলার রুপসীপাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে কেক কাটায় অংশ নেয় এবং তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত