সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক শিক্ষকদের নবীন বরণ ও বিভিন্ন বিদ্যালয়ের অবসরে যাওয়া শিক্ষকদের বিদায় সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো. নজরুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম এবং মো. আসাদুজ্জামান খান, ডেইলি অবজারভার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুশীল কুমার রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী, বেলায়েত মন্ডল, নাসির উদ্দীন মন্ডল, নবীন শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন শরিফুল ইসলাম। বিদায়ী শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্বস আলী মোল্লা, নজরুল ইসলাম, দেবাশীষ বিশ্বাস, রহিমা আক্তার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। একজন ছাত্র বাবা মা লালন-পালন করলেও মানুষ হিসেবে গড়ে তুলেন একজন শিক্ষক। সমাজে মানুষ গড়ার কারিগর শিক্ষক।
এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষকদের স্বাগত জানানো হয় এবং বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অবদানকে স্মরণ করা হয়। এবং অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের ক্রেষ্ট প্রদান করা হয়।