আরিফুল ইসলাম রিয়াজ:
বাগেরহাটে সদরে ”ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষে স্থানীয় বিশেষষ্ণ ও নাগরিক সমাজসহ সকল অংশিদারের সমন্বয়ে বিদ্যমান বিদ্যুত ও জ্বালানী নীতি ও পরিকল্পনার অসামঞ্জতা সংশোধনপূর্ক জাতীয় জ্বালানী রূপান্তর নীতিমালা প্রয়েনের” দাবির অংশ হিসেবে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। (১৪ নভেম্বর) বৃহস্পতিবার বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের মগরা বাজারে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)’র উদ্যোগে ১৪ দফার ১৪তম দিন
উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন বাগেরহাট পরিবেশে সুরক্ষা নাগরিক কমিটির সহ-সভাপতি মোল্লা মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন,গ্রীন ইয়ুথ ফোরাম বাগেরহাট ও রেইজিং ইয়ুথ ফোরামের রামপালের ইউথগণ ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন ।
জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক( জেটনেট-বিডি) ও তার দেশব্যাপী সদস্য সংগঠনদের উদ্যোগে আয়োজিত হচ্ছে “১৪ দফা, ১৪ দিন; ন্যায্য জ্বালানি রূপান্তর আন্দোলনে যোগ দিন” শীর্ষক ১৪ দিনব্যাপী ক্যাম্পেইন ।