• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান নানা আয়োজনে বান্দরবানে শান্তি চুক্তির ২৭তম বর্ষপর্তি উদযাপন কাতারে গণিত প্রতিযোগিতায় লামার কোয়ান্টাম কসমো স্কুলের উছাইওয়াং-এর সাফল্য গোয়ালন্দে জেলের জালে ৫২ কেজি ওজনের বাগাড় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যের এক রূপময় ভূ-খণ্ড পার্বত্য চট্টগ্রাম–ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান মহালছড়ি সেনা জোন কতৃক ফ্রি চিকিৎসা সেবা,বিনামূল্যে ঔষধ ও শীত বস্ত বিতরণ কর্মসূচি সম্পন্ন পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন, গণসমাবেশ ও র‍্যালী করলো পার্বত চট্টগ্রাম চুক্তির এক পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ২ জন আসামী গ্রেফতার কাপ্তাইয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম 

সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ 

গাজী মোহাম্মদ হানিফ, ফেনী প্রতিনিধি :- / ৭৯ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

 

গাজী মোহাম্মদ হানিফ, ফেনী প্রতিনিধি :-
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে ফেনীর সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় কৃষকের মাঝে বিনামূলে শীতকালীন সবজি বীজ ও নগদ অর্থ; শীতকালিন হাইব্রিড সবজি বীজ, সার ও নগদ অর্থ; গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, ফেলন, খেসারি ফসলের বীজ ও সার এবং বোরো ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান।

১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা ভিডিও কনফারেন্স হলে উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ নাথ’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন- উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ আলম টিপু, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মোঃ নুরুল আমিন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নেবু লাল দত্ত, উপজেলা ছাত্র সমন্বয়ক রবিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন- ২০২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং বাজার নির্ভরশীলতা কমিয়ে আনতে বাড়ীর আঙ্গিনায় বেশী বেশী শাকসবজি চাষ ও রবি ফসলের উৎপাদন বাড়াতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ জানান- সাম্প্রতিক বন্যায় সোনাগাজীতে কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো কাটিয়ে উঠতে ৩টি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩২২০ জন কৃষকের মাঝে রবি প্রণোদনা, বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭০৪ জনের মাঝে ২০ প্যাকেট করে সব্জি বীজ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। ৯৫০০ জনকে হাইব্রিড সব্জি বীজ ও ৪৫০০ জনের মাঝে বোরোধান ও বোরো হাইব্রিড ধান সার সহ ও অন্যান্য কৃষি উপকরণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এসময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও সকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সহ শতাধিক সুবিধাভোগী কৃষক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ