• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরের উন্নয়নের জন্য ৮০ হাজার টাকা অনুদান  দিলেন  সবুজ মারমা দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রুমায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত,২ আহত- ৪ বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ করল সশস্ত্র সন্ত্রাসীরা

সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ 

গাজী মোহাম্মদ হানিফ, ফেনী প্রতিনিধি :- / ১১৮ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

 

গাজী মোহাম্মদ হানিফ, ফেনী প্রতিনিধি :-
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে ফেনীর সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় কৃষকের মাঝে বিনামূলে শীতকালীন সবজি বীজ ও নগদ অর্থ; শীতকালিন হাইব্রিড সবজি বীজ, সার ও নগদ অর্থ; গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, ফেলন, খেসারি ফসলের বীজ ও সার এবং বোরো ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান।

১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা ভিডিও কনফারেন্স হলে উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ নাথ’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন- উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ আলম টিপু, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মোঃ নুরুল আমিন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নেবু লাল দত্ত, উপজেলা ছাত্র সমন্বয়ক রবিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন- ২০২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং বাজার নির্ভরশীলতা কমিয়ে আনতে বাড়ীর আঙ্গিনায় বেশী বেশী শাকসবজি চাষ ও রবি ফসলের উৎপাদন বাড়াতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ জানান- সাম্প্রতিক বন্যায় সোনাগাজীতে কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো কাটিয়ে উঠতে ৩টি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩২২০ জন কৃষকের মাঝে রবি প্রণোদনা, বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭০৪ জনের মাঝে ২০ প্যাকেট করে সব্জি বীজ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। ৯৫০০ জনকে হাইব্রিড সব্জি বীজ ও ৪৫০০ জনের মাঝে বোরোধান ও বোরো হাইব্রিড ধান সার সহ ও অন্যান্য কৃষি উপকরণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এসময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও সকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সহ শতাধিক সুবিধাভোগী কৃষক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ