• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
৪ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০০ ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা মানিকছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার মানিকছড়িতে দরিদ্র জেলের মাঝে ছাগল বিতরণ মহেশখালীর নতুন এসিল্যান্ড মোহাম্মদ সাদাত হোসেন রামগড় ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভা অনু্ষ্ঠিত  পানছড়িতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ কাপ্তাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ কাপ্তাইয়ের বিএসপিআই এর অধ্যক্ষ এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ রাঙামাটি বৈশাখী লোকজ নাট্য উৎসবে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর বাউল গান পরিবেশনায় মুগ্ধ দর্শক

সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ 

গাজী মোহাম্মদ হানিফ, ফেনী প্রতিনিধি :- / ১৪৬ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

 

গাজী মোহাম্মদ হানিফ, ফেনী প্রতিনিধি :-
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে ফেনীর সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় কৃষকের মাঝে বিনামূলে শীতকালীন সবজি বীজ ও নগদ অর্থ; শীতকালিন হাইব্রিড সবজি বীজ, সার ও নগদ অর্থ; গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, ফেলন, খেসারি ফসলের বীজ ও সার এবং বোরো ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান।

১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা ভিডিও কনফারেন্স হলে উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ নাথ’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন- উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ আলম টিপু, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মোঃ নুরুল আমিন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নেবু লাল দত্ত, উপজেলা ছাত্র সমন্বয়ক রবিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন- ২০২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং বাজার নির্ভরশীলতা কমিয়ে আনতে বাড়ীর আঙ্গিনায় বেশী বেশী শাকসবজি চাষ ও রবি ফসলের উৎপাদন বাড়াতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ জানান- সাম্প্রতিক বন্যায় সোনাগাজীতে কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো কাটিয়ে উঠতে ৩টি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩২২০ জন কৃষকের মাঝে রবি প্রণোদনা, বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭০৪ জনের মাঝে ২০ প্যাকেট করে সব্জি বীজ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। ৯৫০০ জনকে হাইব্রিড সব্জি বীজ ও ৪৫০০ জনের মাঝে বোরোধান ও বোরো হাইব্রিড ধান সার সহ ও অন্যান্য কৃষি উপকরণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এসময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও সকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সহ শতাধিক সুবিধাভোগী কৃষক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ