মিন্টু কান্তি নাথ রাজস্থলী
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ পরিচালনা কমিটি ও পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ১০৮ চরণ দাস বাবাজী মহারাজ এর শীর্ষ বর্গ এবং ভক্তবৃন্দের সম্মিলিত উদ্যোগে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকুট লীলা স্মরণোৎসব এবং গুরু মহারাজের ২য় তিরোভাব তিথি উপলক্ষে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পারায়ণ বৈষ্ণব সেবা,পুষ্প যজ্ঞ ও সনাতন ধর্মীয় সম্মেলন ২০২৪সেবা কুঞ্জ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
১৪ শে নভেম্বর বৃহস্পতিবার শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ পরিচালনা কমিটির সভাপতি পংকজ ভুষন চৌধুরীর সভাপতিত্বে মহতী ধর্মীয় সম্মেলনে শুভ উদ্বোধক করেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাদব গৌর দাস বাবাজী।২দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আনন্দ বাজারে মহা প্রসাদ বিতরণ করা হয়েছে। এতে শত শত ভক্তরা প্রসাদ গ্ৰহণ করে। এসময় অনুষ্ঠানে বিভিন্ন মঠ মন্দিরের মহারাজ গণ উপস্থিত ছিলেন।