নেত্রকোনা:
নেত্রকোনায় নানা আয়োজনের মধ্য দিয়ে মানব কল্যাণ কামনা করে সনাতন র্ধমাবলম্বীদের সৌর দেবতা র্সূয পূজা উদযাপন করা হয়েছে। এসময় অগণিত ভক্তের আগমন ঘটে।
সূর্য দেবতা হচ্ছেন আত্মা ,আলো ও উষ্ণতার বৈদিক দেবতা। তিনি ভগবান নারায়ণের আংশিক অবতার,কশ্যপ মুনির পুত্র। এজন্য ভক্তরা মানবকল্যাণ ও দীর্ঘজীবী হওয়ার প্রত্যাশা পূরণ করতে সূর্য পুজা উদযাপন করা হয়।
দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও মানব জাতির ও কল্যাণ, সুখ সমৃদ্ধি কামনা করে এ পুজায় বিশেষ প্রার্থনা করা হয়।
প্রতিবছর কালী পূজার পর শুক্ল পক্ষের ষষ্টি তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে শহরের নিউটাউন এলাকায় অনন্তপুকুরে অবাঙালি হিন্দু এবং রবিদাস, বাসফোর ও রজক সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘ষট বা সূর্য পূজার এই আয়োজন করা হয়।
আগের দিন সন্ধ্যার আগ থেকে পুকুরে কুলায় ফুল , ফলমূল, প্রদীপসহ বিভিন্ন উপকরণ সাজিয়ে ঢাকের তালে তালে জলে দাঁড়িয়ে থাকে ভক্ত। কোথাও কোথাও সারা রাত জুড়ে ঢাকের বাজনা বাজানো হয়।পুজাশেষে সব কিছু জলে ভাসিয়ে দেয়া হয়।
চারদিকে এক আবেগঘন পরিবেশ বিরাজ করে। তবে নেত্রকোনায় কবে এ পুজা শুরু হয়েছে এ বিষয়ে উপস্থিত ভক্তরা সঠিক তথ্য নিশ্চিত করতে পারেনি।