নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে ইমামদের মাঝে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ১০০জন ইমাম কে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
রোববার (৩ নভেম্বর) পাহাড়তলী ইমাম প্রশিক্ষণ একাডেমিতে এই কর্মসূচি পরিচালনা করেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিউরো এন্ড স্পোর্টস ফিজিও বিশেষজ্ঞ ও চিকিৎসা কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডা. মোহাম্মদ কামরুজ্জামান।
এসময় ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ পরিচালক মো. আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রশিক্ষণের ১০০জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাত ব্যথা প্যারালাইসিস ও স্ট্রোক রিহ্যাবিলিটেশনে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। যাতে করে তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠি উপকৃত হয়।
ইমামগন যাতে সাধারণ মানুষের নিকট এই তথ্য পৌছাতে পারে সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন একাডেমীর উপ পরিচালক জনাব মো. আশরাফুজ্জামান।